Mahesh Bhatt

ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে সরে গেলেন মহেশ ভট্ট, বিবাদ নিয়ে জল্পনা বলিউডে

ভাই মুকেশের ‘বিশেষ ফিল্মস’-এর সঙ্গে মহেশের সম্পর্ক বহু দিনের। তা যে এ ভাবে শেষ হয়ে যাবে, তার কোনও পূর্বাভাস ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২১:০৫
Share:

মহেশ ভট্ট

মহেশ ভট্ট আর ‘বিশেষ ফিল্মস’-এর সঙ্গে যুক্ত নন। এ বার থেকে এই প্রযোজনা সংস্থা সামলাবেন তাঁর ভাই মুকেশ ভট্টর দুই সন্তান। মুকেশ নিজেই জানালেন এই তথ্য।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তবে কি দুই ভাইয়ে কোনও বিবাদ? মুকেশ অবশ্য বলছেন, তেমন কিছু ঘটেনি। ‘‘এই কোম্পানি আমার নিজের। মহেশ এর সঙ্গে যুক্ত ছিলেন পরামর্শদাতা হিসেবে। তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন,’’ বলেছেন মুকেশ।
ভাই মুকেশের ‘বিশেষ ফিল্মস’-এর সঙ্গে মহেশের সম্পর্ক বহু দিনের। তা যে এ ভাবে শেষ হয়ে যাবে, তার কোনও পূর্বাভাস ছিল না। এখন থেকে এই কোম্পানি চালাবেন মুকেশের দুই সন্তান— সাক্ষী এবং বিশেষ। মুকেশ জানিয়েছেন, ‘‘সাক্ষী এবং বিশেষ— দু’জনেই কোম্পানিটা নিয়ে ভাবছে। ওদের বেশ কিছু দুর্দান্ত পরিকল্পনা রয়েছে। আর সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য আমি তো রইলামই। সময় হয়েছে পরের প্রজন্মের হাতে দায়িত্ব ছাড়ার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement