তৃষ্ণার্তদের জন্য মাধুরী বারি!

তৃষ্ণা মেটানোর দায়িত্ব এ বার মাধুরী দীক্ষিতের! আর তার জন্য দেশের মানুষের কাছে আবেদনও করছেন তিনি! নায়িকার বক্তব্য, ভারতের অনেক গ্রাম প্রত্যেক দিন জলের জন্য রীতিমতো সংগ্রাম চালায়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ১৩:৩৭
Share:

তৃষ্ণা মেটানোর দায়িত্ব এ বার মাধুরী দীক্ষিতের! আর তার জন্য দেশের মানুষের কাছে আবেদনও করছেন তিনি!

Advertisement

নায়িকার বক্তব্য, ভারতের অনেক গ্রাম প্রত্যেক দিন জলের জন্য রীতিমতো সংগ্রাম চালায়! সামান্য পানীয় জলটুকুও সেই সব গ্রামের বাসিন্দারা পান না! অন্য দিকে, শহরে, মফস্বলে অনেক ঘরেই প্রত্যেক দিন কত জল অপচয় হয়!

তাই আবেদন করছেন মাধুরী, প্রত্যেক দিন প্রত্যেক পরিবার থেকে পাঁচ লিটার জলের জন্য! নায়িকার বক্তব্য, যদি সবাই এগিয়ে আসেন, তা হলে ভারতের অনেক গ্রামের জলকষ্ট দূর হবে!

Advertisement

সাধু প্রচেষ্টা, সন্দেহ নেই! কিন্তু, সেই জল সংগ্রহ করে তৃষ্ণার্তদের কাছে পৌঁছে দেবে কে? তার জন্য যে পরিকাঠামো প্রয়েজন, সেটা কি সরকার তৈরি করে দেবে?

আপাতত, এ সব প্রশ্ন বোধ হয় অবান্তর! আগে ভারতবাসী মাধুরীর আবেদনে সাড়া দিন! তার পর দেখা যাবে কী হয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement