অরিজিৎ সিংহ ও কেকে। ছবি: সংগৃহীত।
১৯৯৬ সালের ২৫ অক্টোবর। বলিউডে গানের সফর শুরু করেছিলেন কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে। গানটি ছিল ‘ছোড় আয়ে হম উয়ো গলিয়া’। আজও সেই গান শুনে নস্টালজিয়ায় ডুব দেন শ্রোতারা। তার পর থেকে একের পর এক মনে রাখার মতো গান বলিউডকে উপহার দিয়েছেন প্রয়াত গায়ক। রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছিল কেকে-কে। ‘ফেম গুরুকুল’ নামের এক অনুষ্ঠানে কেকে যখন বিচারক, তখন সেই অনুষ্ঠানেই বলিউডি গানের যাত্রা শুরু করতে যোগ দিয়েছিলেন অরিজিৎ সিংহ।
সেই সময় অরিজিৎকে বিশেষ পরামর্শ দিয়েছিলেন কেকে। গান শুনেই কেকে বুঝেছিলেন, অরিজিৎ প্রতিভাশালী। সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কেকে বলেছিলেন, “ওই অনুষ্ঠানটাই জীবনের চলার পথে প্রথম ধাপ। সেই ভাবেই অরিজিৎকে চলতে বলেছিলাম। সঠিক সুযোগের অপেক্ষা করা উচিত। নিজেকে অহেতুক পরিশ্রান্ত করার প্রয়োজন নেই। অরিজিৎ সময় বুঝেই নিজের মতো লড়াই করে এগিয়ে গিয়েছেন।”
কেকে-র মৃত্যুর পর তাঁর গান গেয়ে খোলা মঞ্চে শ্রদ্ধা জানিয়েছিলেন অরিজিৎ সিংহ। সেই দৃশ্যের ভিডিয়ো দেখে আবেগে ভেসেছিলেন অনুরাগীরা। শুক্রবার, গুগলের পক্ষ থেকেও সম্মান জানানো হল প্রয়াত গায়ককে। গুগলে ভেসে উঠল কেকে-র ছবি। কারণ আজকের দিনেই শুরু হয়েছিল বলিউডে তাঁর সুরের সফর। ফের একবার তাঁর স্মৃতিতে ডুব দিলেন অনুরাগীরা।
২০২২-এর ৩১ মে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। উপচে পড়েছিল মানুষের ভিড়। গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কেকে-র।