lata mangeshkar

Lata Mangeshkar: আইসিইউ-তেই লতা, কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না গায়িকার সঙ্গে

কত দিন পর্যন্ত তাঁকে আইসিইউ-তে রাখা হবে, এখনও পর্যন্ত তা নিশ্চিত বলা যাচ্ছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৩:১৭
Share:

আপাতত আইসিইউ-তেই লতা।

করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর। আপাতত শারীরিক কোনও অসুবিধা নেই তাঁর। লতার চিকিৎসক প্রতীত সমদনি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর বাড়তি যত্নের প্রয়োজন। তাই আপাতত আরও বেশি কিছু দিন তাঁকে আইসিইউ-তে রাখা হবে।

সংবাদ সংস্থা এএনআই-কে চিকিৎসক জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি আগের অপরিবর্তিত। সারা ক্ষণ নজর রাখা হচ্ছে তাঁর উপর। এই মুহূর্তে গায়িকার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কত দিন পর্যন্ত তাঁকে আইসিইউ-তে রাখা হবে, এখনও পর্যন্ত তা নিশ্চিত বলা যাচ্ছে না।

Advertisement

কোভিডের সঙ্গেই নিউমোনিয়ার চিকিৎসাও চলছে লতার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা। পরিবারের তরফে জানানো হয়, এই বয়সে বাড়তি সাবধানতা অবলম্বনের জন্যই গায়িকাকে আইসিইউ-তে রাখার সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement