লতা মঙ্গেশকর।
মঙ্গলবার ভোররাতে পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান নিঁখুত লক্ষ্যে বোমা ফেলে জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে নরেন্দ্র মোদীর সরকার। বায়ুসেনার এই সাফল্যে খুশি দেশের অধিকাংশ মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। এই তালিকায় রয়েছেন সেলিব্রিটিরাও।
গতকালই শ্রদ্ধা জানিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। নিজের গাওয়া ‘বন্দেমাতরম’ গানের একটি ভিডিয়ো টুইট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘জয় হিন্দ, জয় হিন্দ কি সেনা…’।
বিদেশসচিব বিজয় গোখলে গতকালই দাবি করেছেন, ‘‘আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ছিল যে, বালাকোটের ওই ঘাঁটিতে আরও একটি আত্মঘাতী হামলার জন্য জিহাদিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই হানায় বিরাট সংখ্যক জইশ জঙ্গি, প্রশিক্ষক, সিনিয়র কম্যান্ডার, জিহাদির মৃত্যু হয়েছে।’’ বায়ুসেনা এই অভিযানকে ‘পুলওয়ামার বদলা’ হিসেবে দেখাতে চাইছে সরকার।
আরও পড়ুন, ‘ভেতরে ঢুকে মারো’, বায়ুসেনার অভিযোনের পর বললেন অক্ষয়
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)