অভিনেতা শ্রীবল্লভ ব্যাস। ছবি :ইউটিউব।
প্রয়াত হলেন অভিনেতা শ্রীবল্লভ ব্যাস। বয়স হয়েছিল ৬০ বছর। রবিবার সকালে জয়পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
শ্রীবল্লভের মৃত্যুর খবর জানিয়েছেন সিনেমা এবং টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ তথা তাঁর ঘনিষ্ঠ বন্ধু দয়াশঙ্কর পাণ্ডে। দয়াশঙ্কর বলেন “আজ সকাল সাড়ে ৯টা নাগাদ আমাদের ছেড়ে চলে গেলেন শ্রীবল্লভ। ওঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।”’
আরও পড়ুন: ‘কেশরী’র প্রথম ঝলকে নজর কাড়লেন অক্ষয়
আরও পড়ুন: এ মাসেই কি মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’?
প্রয়াত বন্ধুর স্মৃতিচারণা করে দয়াশঙ্কর আরও বলেন “অত্যন্ত বড় মাপের অভিনেতা ছিলেন ব্যাস। কিন্তু কোনও দিন যোগ্য সম্মান পাননি।”
চরিত্রাভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন শ্রীবল্লভ ব্যাস। ছবি: সংগৃহীত।
ষাটেরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন শ্রীবল্লভ ব্যাস। তবে তাঁর শুধু হিন্দি ছবিই নয়, রয়েছে একাধিক আঞ্চলিক ছবিতেও অভিনয়ের অভিজ্ঞতা। যদিও, ‘লগান’ ছবিতে ঈশ্বরের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি।
ন্যাশনাল স্কুল অব ড্রামা-য় তাঁর অভিনয়ের হাতেখড়ি। মূলত, চরিত্রাভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন শ্রীবল্লভ। কেতন মেহতার ‘সর্দার’ ছবিতে মহম্মদ আলি জিন্নার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ফিল্ম ছাড়াও একাধিক টিভি সিরিয়াল এবং বহু মঞ্চসফল নাটকেও দেখা গিয়েছে তাঁকে। ‘সরফারোশ’, ‘অভয়’, ‘আন: মেন অ্যাট ওয়ার্ক’, ‘বোস: দ্য ফরগটেন হিরো’, ‘সঙ্কট সিটি’— একের পর এক ছবিতে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীবল্লভ। ১৯৮৫ সালে ‘বীরাসত’ নাটকে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন অনেকে।