যাত্রা শুরু ২০১৮ সালে। দেখতে দেখতে ১০০০ পর্ব পার করল জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। মুখ্য ২ চরিত্র শ্যামা এবং নিখিলের বিয়ে, প্রেমে পড়া থেকে তাদের পরের প্রজন্ম অর্থাৎ মেয়ে কৃষ্ণার জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে গল্প। এই ৩ বছরের যাত্রায় অসংখ্য বার এই ধারাবাহিক থেকেছে টিআরপি তালিকায় শীর্ষে।
দর্শকের অফুরান ভালবাসায় আপ্লুত নিখিল এবং শ্যামা। অর্থাৎ নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায়। আনন্দবাজার অনলাইনের মাধ্যমে দর্শকদের উদ্দেশে তিয়াসা বললেন, “কৃষ্ণকলি ইতিমধ্যেই ১০০০ পর্ব পেরিয়েছে। সেটা শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা পাশে থেকেছেন, সঙ্গে থেকেছেন।” পর্দার স্ত্রীর কথায় সুর মিলিয়ে নীলের বক্তব্য, “৩ বছর ধারাবাহিক চালিয়ে যাওয়া মজার কথা নয়। তার উপর এ রকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আমরা। কিন্তু হার মানিনি। আমাদের ভালবাসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।”
শুধু দর্শককেই নয়, এই সাফল্যের জন্য ক্যামেরার পিছনে থাকা প্রত্যেক কলাকুশলীকেও ধন্যবাদ জানিয়েছেন নীল এবং তিয়াসা। ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তাঁদের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন ২ শিল্পী।