চলে গেলেন ‘কোনি’র সিনেম্যাটোগ্রাফার

দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরিবারের তরফে তাঁর মেয়ে প্রিয়ঙ্কা রায় বাবার মৃত্যুর খবর জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০০:১২
Share:

কমল।

মারা গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেম্যাটোগ্রাফার কমল নায়েক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরিবারের তরফে তাঁর মেয়ে প্রিয়ঙ্কা রায় বাবার মৃত্যুর খবর জানান।

Advertisement

‘নিম অন্নপূর্ণা’ ছবির জন্য সিনেম্যাটোগ্রাফিতে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কমল নায়েক। তাঁর করা উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘কোনি’, ‘আতঙ্ক’, ‘আজ কা রবিন হুড’, ‘মা ভূমি’। বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিংহের সঙ্গে অনেক কাজই করেছেন তিনি। পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে সিনেম্যাটোগ্রাফি নিয়ে পাশ করেছিলেন। অহমিয়া, ওড়িশা, তেলুগু ছবিতেও কাজ করেছেন।

অনেক তথ্যচিত্রও বানিয়েছেন তিনি। বাবার স্মৃতিচারণায় প্রিয়ঙ্কা বলছিলেন, ‘‘সিনেমার সেটে আমাকে নিয়ে যেতেন। কাজের মাঝে আমার দেখভালও করতেন বাবা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement