Koel Mallick

Koel Mallick: প্রশ্নের মুখে কোয়েল, সৌন্দর্য এবং পছন্দের পোশাক নিয়ে কথা বললেন অভিনেত্রী

নিজেকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই প্রশ্নোত্তর পর্বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৭:৪৩
Share:

কোয়েল মল্লিক।

‘বিশ্ব যোগ দিবস’-এ নানা রকমের আসন করে ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। তার সঙ্গেই অনুরাগীদের জন্য ছুঁড়ে দিয়েছিলেন প্রশ্ন। ভিডিয়োতে দেখানো সব কটি আসনের নাম তাঁদের থেকে জানতে চেয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

৫ দিনের মাথায় ভূমিকা বদল। এ বার উত্তরদাতা হলেন কোয়েল। প্রশ্ন করল ইনস্টাগ্রাম। শনিবার অনুরাগীদের সঙ্গে একটি রিল ভিডিয়ো ভাগ করে নেন তিনি। সেখানে নিজেকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই প্রশ্নোত্তর পর্বে —

ইনস্টাগ্রামের প্রশ্ন, নিজেকে কোন পোশাকে সব চেয়ে বেশি সুন্দর মনে হয় তাঁর?

অভিনেত্রীর স্বতঃস্ফূর্ত উত্তর, ‘শাড়ি’।

Advertisement

পরের প্রশ্ন, ফ্যাশনের ক্ষেত্রে অভিনেত্রীর সব চেয়ে প্রিয় জিনিস কোনটি?

কোয়েল জানালেন, লম্বা এবং সরু হিলের জুতো তাঁর সব চেয়ে পছন্দের ।

তৃতীয় প্রশ্নে ‘সৌন্দর্য’-এর ব্যাখ্যা চাওয়া হলে একটি মাত্র শব্দে তার উত্তর দেন কোয়েল। তাঁর কথায় ‘উদারতা’ এবং সৌন্দর্য সমার্থক।

চতুর্থ প্রশ্ন আসে বর্ষাকালে ত্বকের যত্ন নিয়ে। কোয়েলের মতে, শুধু বর্ষাকাল নয়, ইতিবাচক মনোভাব থাকলে সব ঋতুতেই সুন্দর হয়ে ওঠে ত্বক।

পরিশেষে জানতে চাওয়া হয়, কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে কোন ‘মন্ত্র’ অনুসরণ করেন কোয়েল?

অভিনেত্রী জানান, দায়িত্ববোধই দু’দিক সফল ভাবে সামলাতে সাহায্য করে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement