কোয়েল মল্লিক-নিসপাল সিংহ রানের বিয়ের বয়স ৯ বছর হল
পঞ্জাবি ছেলে না বাঙালি জামাই, কোন পরিচয়টি বেশি লোভনীয় নিসপাল সিংহ রানের কাছে?
১ ফেব্রুয়ারি কোয়েল মল্লিক-নিসপাল সিংহ রানের বিয়ের বয়স ৯ বছর হল। সকালে থেকে উদ্যাপনের মেজাজে তারকা দম্পতি। একটু বেলা গড়াতেই কোয়েল-নিসপাল উপস্থিত গুরুদ্বারে। আগামী দিনগুলিতেও যাতে এ ভাবেই বেঁধে বেঁধে থাকতে পারেন সেই আশীর্বাদ চাইতে। তার ফাঁকেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে ফোনালাপ। তখনই প্রশ্ন রাখা হয়েছিল তাঁদের কাছে। রানে বরাবর নিজের অনুভূতি আড়াল করতে ভালবাসেন। প্রশ্ন শুনেই হাসতে হাসতে এগিয়ে দিয়েছেন কোয়েলকে। এবং তখনই বিস্ফোরক নায়িকা। সপাট জবাব, ‘‘রানে জামাই কোথায়! ও তো আমাদের বাড়ির ছেলে। সমস্ত দায়িত্ব চুপচাপ হাসিমুখে পালন করে চলেছে। আর গত ৯ বছর ধরে আদর কাড়ছে মা-বাবা। একেক সময় বড্ড হিংসে হয়!’’
টানা ৯ বছর হাতে হাত রেখে চলা সহজ নয়। বহু বার তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। রানে-কোয়েল অবিচল। রহস্য কী? অভিনেত্রীর দাবি, তাঁর সঙ্গে নিসপালের অনুভূতি, ভাবনা খুবই মেলে। ওঁরা কেউই নিজেদের কথা নেটমাধ্যমে আনতে ভালবাসেন না। ফলে, অনেক সময়েই তাঁদের ভুল বুঝছেন অনেকে। কোয়েলের মতে, ‘‘বিনোদন দুনিয়ায় স্বামী-স্ত্রী থাকলেই লোকে ভাবেন, আমরা সারাক্ষণ নিজেদের কথা ফলাও করে বলব। সেটা বলি না। সবাই অবাক হন। আমরা যদিও এ সব নিয়ে কখনও মাথা ঘামাই না।’’ ভাবনার এই মিলই তাঁদের পথচলাকে মসৃণ করেছে বলে মনে করেন কোয়েল। নিসপালেরও কি তাই-ই মত? সুরিন্দর ফিল্মস প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধারের মতে, ঈশ্বর এবং গুরুজনদের আশীর্বাদও রয়েছে। তাই ভালয়-মন্দয় কেটে যাচ্ছে প্রতিটি বছর।
আজকের বিশেষ দিনটি কী ভাবে কাটাচ্ছেন তাঁরা? কোয়েলের কথায়, ‘‘ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম। আজ পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে আনন্দে মাতার দিন। সেটাই করব আমরা।’’ এই মুহূর্তে চারিদিকে ভাঙন, বিচ্ছেদের খবর। নায়িকা কিন্তু প্রেম, বিয়ে, ভালবাসা, রোম্যান্টিসিজম টিকিয়ে রাখার গোপন মন্ত্র ভাগ করে নিলেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে। তাঁর যুক্তি, ‘‘ইন্ডাস্ট্রিতে নিসপাল প্রথম দিন থেকে আমার খুব ভাল বন্ধু। সেই বন্ধুত্ব রয়েই গিয়েছে। তার জোরেই আজও আমরা একে অন্যের সঙ্গী। যে কোনও সম্পর্ক তখনই টেকে, যখন সেখানে বন্ধুত্ব আর পারস্পরিক নির্ভরতা থাকে।’’