Bollywood Gossip

ফের নিঃসঙ্গ সলমন! তাঁকে ছেড়ে এক ক্রিকেটারের সঙ্গে সংসার পাতছেন ভাইজানের নায়িকা

কয়েক মাস আগেও তাঁদের প্রেমের কানাঘুষো শোনা যাচ্ছিল বলিপাড়ায়। তবে সলমন খানের সেই প্রেমও বোধ হয় টিকল না। ভাইজানকে ছেড়ে অন্য পুরুষে মজলেন তাঁরই নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৪
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

ইউলিয়া ভন্তুরের সঙ্গে গত কয়েক বছর ধরে নাকি সম্পর্কে ছিলেন তিনি। তবে খবর, বিদেশিনী প্রেমিকা এখন সলমন খানের প্রাক্তন। গত বেশ কয়েক মাস ধরে নাকি অন্য এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলিউডের ভাইজান। নিজের ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে নাকি সেই নায়িকার প্রেমে পড়েছিলেন সলমন। তবে এখন খবর, সেই প্রেমেরও নাকি ইতি ঘটেছে। তাঁকে ছেড়ে নাকি অন্য পুরুষে মজেছেন তাঁর সেই নায়িকা। এমনকি, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন অভিনেত্রী। কে তিনি?

Advertisement

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির একটি দৃশ্যে সলমন খান এবং পূজা হেগড়ে। ছবি: সংগৃহীত।

চলতি বছরে খুশির ইদ উপলক্ষে মুক্তি পেয়েছিল সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ওই ছবিতে সলমনের নায়িকা ছিলেন পূজা হেগড়ে। ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি বটে, তবে ভাইজানের মনে নাকি ভালই দাগ কেটেছিলেন অভিনেত্রী। এমনকি, পূজার ভাই ঋষভ হেগড়ের বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন সলমন। তখনই আরও বেড়েছিল জল্পনা। তবে কি এ বার ‘চিরকুমার’ তকমা থেকে মুক্তি পাবেন সলমন? কৌতূহল বেড়েছিল অনুরাগীদের মধ্যে। কিন্তু, সে গুড়ে বালি! সাম্প্রতিক খবর অনুযায়ী, কর্নাটকের এক ক্রিকেটারের প্রেমে পড়েছেন নাকি পূজা। ওই ক্রিকেটারের সঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে নায়িকাকে। শোনা যাচ্ছে, সলমনকে ভুলে ওই ক্রিকেটারের সঙ্গেই নাকি সংসার পাতার পরিকল্পনা রয়েছে পূজার।

এ দিকে দক্ষিণী বিনোদন জগতে বছর চারেক কাজ করার পর বলিউডের দিকে পা বাড়িয়েছিলেন পূজা। বলিউডে হৃতিক রোশনের মতো তারকার সঙ্গে ‘মহেঞ্জো দারো’ ছবিতে অভিষেক হয় তাঁর। সেই ছবি তেমন চলেনি। ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই ফিরে যান পূজা। মাঝে বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ৪’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে তেমন সাড়া পায়নি সেই ছবিও। ‘কিসি কা ভাই কিসি কি জান’ও বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। কাঁধে একের পর এক ফ্লপ ছবির বোঝা। খবর, কাজ হারানোর ভয়ে এ বার তাই নিজের পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে এনেছেন অভিনেত্রী। তার পরেও কি সাফল্য আসবে? এখন সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement