Tamannaah Bhatia

‘এখন কিছু না পেলেও খারাপ লাগে না’, বিজয় ছেড়ে যাওয়ার পরে কি আধ্যাত্মিকতার পথে তমন্না?

তমন্না জানান, তিনি মদ স্পর্শও করেন না। জীবনে ক্রমশ আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। তা থেকে বুঝতে পেরেছেন, নিজের মনের মধ্যে ওঠা প্রশ্নের ভিতরেই লুকিয়ে থাকে উত্তর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৯:৩৬
Share:
Tamannah Bhatia once talked about her spiritual nature

আধ্যাত্মিকতার পথে তমন্না? ছবি: সংগৃহীত।

টানা দুই বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তমন্না ভাটিয়া। কিন্তু সেই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। সরাসরি মুখ খোলেননি কেউই। কিন্তু তমন্না-বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন অভিনেত্রী। প্রস্তুত নন বিজয় বর্মা। তাই নাকি ভাঙন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে কি আধ্যাত্মিকতার পথে হাঁটবেন অভিনেত্রী? এই প্রশ্ন উঠছে।

Advertisement

সাক্ষাৎকারে আগেও আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছেন তমন্না। নিয়মিত ধ্যান করেন বলেও জানিয়েছিলেন তিনি। তমন্না বলেছিলেন, “যোগকেন্দ্রে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। ধ্যান ও সাধনার মাধ্যমে ওরা আমার জীবন বদলে দিয়েছে। ধ্যান করেই আমি জীবনের সবচেয়ে বড় সুখ পেয়েছি।এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

জীবনে কিছু না পেলেও নিজেকে সুখী রাখতে শিখে গিয়েছেন তমন্না। তাই অভিনেত্রী বলেছেন, “কিছু পেলেই আমি খুশি হব, এমন কিন্তু নয়। কিছু না ঘটলেও বা না পেলেও আমি এখন খুশি থাকতে পারি।” আধ্যাত্মিকতা থেকে এটাই তাঁর প্রাপ্তি বলে জানান তমন্না। জীবনের অর্থও নতুন করে বুঝেছেন তিনি। তাঁর কথায়, “জীবন ও বেঁচে থাকার প্রতি আমার খিদে রয়েছে। তবে এমন নয় যে, আমারও কখনও সময় খারাপ যায় না। কিন্তু আমি ওই খারাপ সময় থেকে এখন দ্রুত বেরিয়ে আসতে পারি। তাই আমিও যোগসাধনা করার অনুরোধ জানাব সকলকে।”

Advertisement

তমন্না জানান, তিনি মদ স্পর্শও করেন না। জীবনে ক্রমশ আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। তা থেকে বুঝতে পেরেছেন, নিজের মনে ওঠা প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে উত্তর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement