Kiara Advani

Kiara Advani: ‘মসক্কলি’র মতো গান শ্যুট করতে হলে নাকি ছুটে পালাতেন, কিসের এত ভয় কিয়ারার?

সোনম কপূরের বদলে ‘মসক্কলি’র শ্যুট তাঁকে করতে হলে নাকি ছুটে পালাতেন কিয়ারা আডবাণী। কিন্তু কেন এমন বললেন ‘ভুলভুলাইয়া ২’-এর নায়িকা?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১২:২৩
Share:

কীসের এত ভয় কিয়ারার?

‘মসক্কলি’ গানটা মনে পড়ে? পুরনো দিল্লির গায়ে গায়ে লেগে থাকা বাড়ির আনাচকানাচে শুধু পায়রার ঝাঁক। ছাদে তাদের খাওয়াচ্ছেন সোনম কপূর। আদরে, আহ্লাদে হাত বুলিয়ে দিচ্ছেন গায়ে। পায়রা এসে বসছে তাঁর কাঁধে, ঘাড়ে, মাথায়। সে গানের শ্যুট নাকি মোটেই করতে পারতেন না কিয়ারা আডবাণী!

Advertisement

কেন?

পাখি দেখলেই যে মেয়ে কেঁদেকেটে একসা! কিন্তু কী এমন আছে পাখিতে যে, এই হাল ‘ভুলভুলাইয়া ২’-এর নায়িকার?

Advertisement

সে কথা আগেও মুম্বইয়ের সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছিলেন কিয়ারা। আবারও বললেন সম্প্রতি, কপিল শর্মার শো-তে এসে।

কিয়ারার নাকি পাখিতে ভীষণ ভয়! অন্যরা যখন পাখি দেখে আহ্লাদে আটখানা, অভিনেত্রী তখন একেবারে ভয়ে জড়সড়। কান্নাও জুড়ে দেন পাখি কাছাকাছি এলে! নিজেই বলেছেন, ‘মসক্কলি’র মতো গান তাঁর কোনও ছবিতে থাকলে নির্ঘাত ছুটে পালাতেন!

কপিলের শো-তে ছিলেন ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক অনীশ বাজমীও। কিয়ারার ভয়ের কথা শুনে তিনি হেসে কুটিপাটি। সঙ্গে আফসোস, ‘‘ইশ, আগে জানলে তো এ ব্যাপারটা কাজে লাগানো যেত!’’ পলকে নায়িকার জবাব, ‘‘লোকেশন দেখেই বুঝেছি! এখানে এ সব ফাঁস করলেই বিপদ ছিল!’’

জানলার কোণটায় পাখি এসে বসুক, তেমন তোড়জোড় করে রাখেন কত মানুষ! পাখি দেখতে, তাদের ছবি তুলতে ভালবাসা মানুষের সংখ্যাটাও অগুন্তি! সেই পাখি দেখলে যে কিয়ারার এমন অক্কা পাওয়ার জোগাড় হয়, কে জানত!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement