Chitra Sen

হাসপাতালে মা, বর্তমানে চিত্রা সেনের শারীরিক অবস্থা কেমন? জানালেন পুত্র কৌশিক

“মায়ের বয়স ৮৫ পেরিয়ে গিয়েছে। কখনও হয়তো বার্ধক্যজনিত নানা লক্ষণ দেখা দিচ্ছে”, বললেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১১:৩৮
Share:

(বাঁ দিকে) চিত্রা সেন। কৌশিক সেন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অসুস্থ কৌশিক সেনের মা চিত্রা সেন। বৃহস্পতিবার রেশমী ও ঋদ্ধি সেন হাসপাতালে নিয়ে যান তাঁকে। কাজে আটকে পড়ায় পরের দিকে হাসপাতালে পৌঁছেছিলেন কৌশিক সেন। এখন মায়ের শারীরিক অবস্থা কেমন? আনন্দবাজার অনলাইনকে ফোনে জানালেন কৌশিক সেন।

Advertisement

“সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছিল। গরমের মধ্যে হতেই পারে এটা। আশঙ্কার কিছু নেই, এটাই স্বস্তিদায়ক”, বললেন অভিনেতা।

টাকিতে আউটডোর শুটিং চলছে রেশমীর। তাই সন্ধ্যা সাতটা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। তার পরে ছেলে ঋদ্ধির সঙ্গে হাসপাতালে ছিলেন কৌশিক। তাঁর কথায়, “ইসিজি, ইকোর রিপোর্ট সবই ঠিক আছে। চিকিৎসক জানিয়েছেন ভয়ের কিছু নেই। আসলে মায়ের অনেক বয়স হয়েছে। বার্ধক্যজনিত নানা লক্ষণ দেখা দিচ্ছে। মায়ের বয়স ৮৫ পেরিয়ে গিয়েছে। কখনও হয়তো কোমরে ব্যথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে।” বর্তমানে কৌশিক-রেশমী দু’জনেই ব্যস্ত নিজেদের ধারাবাহিক ও ছবি নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement