Entertainment News

কৌশিকের পরিচালনায় প্রথম বার অভিনয়ে ‘লক্ষ্মী ছেলে’ উজান

কৌশিক, নন্দিতা, শিবপ্রসাদ যদি এক সঙ্গে কাজ করেন? তা হলেই বোধহয় সম্ভব হয় ‘লক্ষ্মী ছেলে’। বিষয়টা ঠিক কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ১৫:৪৭
Share:

কৌশিক এবং উজান।

পরিচালনার দায়িত্ব তাঁর হাতে। মানে, জাতীয় পুরস্কারের আশা করেন অনুরাগীরা। সঙ্গে বক্স অফিসের ভাল রেজাল্ট তো আছেই। তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়

Advertisement

পরিচালনার দায়িত্ব তাঁদের হাতে। অর্থাত্ বক্স অফিসের হিট মেশিন। এমনটাই মনে করেন অনুরাগীরা। তাঁরা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।

কৌশিক, নন্দিতা, শিবপ্রসাদ যদি এক সঙ্গে কাজ করেন? তা হলেই বোধহয় সম্ভব হয় ‘লক্ষ্মী ছেলে’। বিষয়টা ঠিক কী?

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

প্রথমবার নন্দিতা-শিবপ্রসাদের ‘উইনডোজ’ থেকে ছবি করছেন কৌশিক। সংস্থার তরফে নন্দনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সোমবার এই ঘোষণা করা হল। ছবির নাম ‘লক্ষ্মী ছেলে’।

আরও পড়ুন, ‘সিঁদুর দেখে অনেকে প্রশ্ন করেছেন, আমি কি হিন্দু হয়ে গেলাম?’

চমকের এখানেই শেষ নয়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন উজান গঙ্গোপাধ্যায়। ‘রসগোল্লা‌’ দিয়ে ডেবিউ করেছেন তিনি। বাবার পরিচালনায় প্রথম বার কাজ করবেন উজান। ফলে বাবা-ছেলে জুটির দিকে তাকিয়ে দর্শক।উইনডোজের তরফ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, "উজানের দ্বিতীয় অভিভাবক আমরা। 'রসগোল্লা'-য় ওর সাফল্য থেকেই মনে হয়েছিল ওর দ্বিতীয় ছবি যেন দারুণ একটা কনসেপ্ট আর প্ল্যাটফর্ম নিয়ে আসে। আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে যে কোনও প্রযোজক চাইবে। সেই কারণেই 'লক্ষ্মীছেলে' র নির্মাণ।"

আর কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন "উইনডোজের সঙ্গে আমার প্রথম ছবি 'লক্ষ্মীছেলে'। ইদানীংকালে তরুণদের প্রতি একটা অবজ্ঞার জায়গা সমাজে দেখতে পাই। ভাবটা এমন আগে সব ভাল ছিল। এখন খারাপ। বিষয়টা একেবারেই তা নয়। এই ছবি দেখাবে কেমন করে তরুণ প্রাণ থেকে এক নতুন বাংলার জন্ম হবে।"
উনডোজের সঙ্গে যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রথম কাজ তেমনই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হবেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। "আসলে হেডমাস্টারের ক্লাসে ছেলে যখন পড়তে আসে সে ক্লাসে তাকে বাবা বলে না। স্যার বলে। এখানেও তাই হবে।" হেসে বললেন কৌশিক। সূত্রের খবর, আগামী অগস্ট থেকে শুরু হবে ছবির শুটিং।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement