katrina kaif

Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি! পুলিশে অভিযোগ তারকা-দম্পতির

সলমন খানের পর প্রাণনাশের হুমকি দেওয়া হল ক্যাটরিনা আর ভিকিকেও। আতঙ্কে অভিযোগ দায়ের করলেন দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১২:১৩
Share:

ক্যাটরিনা আর ভিকিকে প্রাণনাশের হুমকি!

নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল। কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেটমাধ্যমে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আতঙ্কে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারকা-দম্পতি। সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে খবর।

Advertisement

ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন এর পর। সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি, তবে ঘটনায় যে দুশ্চিন্তা ঘনিয়েছে ভি-ক্যাটের জীবনে, তা নিয়ে সন্দেহ নেই। সম্প্রতি জন্মদিন উদ্‌যাপনে সপরিবার মলদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তখনও কি মনের গভীরে কাঁটা হয়েছিল সেই ভয়? খুনের হুমকি পাওয়ার পরে আতঙ্কে কিছু দিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সলমন খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে? সে প্রশ্নের উত্তর মেলেনি।

অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর ক্রমাগতই হুমকি পাচ্ছেন তারকারা। ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোইয়েরই কোনও শাগরেদ ভয় দেখাচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement