katrina kaif

Katrina Kaif: মায়ের ৭০তম জন্মদিন, ছবিতে-ভালবাসায় ভরিয়ে দিলেন আদরের মেয়ে ক্যাটরিনা

মায়ের জন্মদিনে তাই ভালবাসায় ভরা স্মৃতিই ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘এ ভাবেই হুল্লোড়ে সন্তানদের মাঝে আনন্দে বাঁচো, স্বমহিমায়।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৯:৪০
Share:

মা ও মেয়ে


মা সুজানের ৭০তম জন্মদিন উদযাপনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ক্যাটরিনা কইফ। মায়ের জন্মদিন উপলক্ষে কিছু দিন আগেই লন্ডনে উড়ে যান বলিউড অভিনেত্রী। আট ভাইবোন মিলে মাকে ভরিয়ে দিয়েছেন ভালবাসায়।

ক্যাটরিনা কইফ জন্মসূত্রে ব্রিটিশ। তাঁরা সাত বোন, এক ভাই। মা সুজান টারকোট পেশায় আইনজীবী। তা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্যাটরিনাও ভারতীয় নারীদের সুরক্ষার লক্ষ্যে কাজ করে চলেছেন।

Advertisement

ছোটবেলায় মায়ের সঙ্গে, বোনেদের সঙ্গে নাচতেন ক্যাট। মায়ের গলা জড়িয়ে থাকতেন সারা ক্ষণ। এখনও মা অন্তপ্রাণ অভিনেত্রী। মায়ের জন্মদিনে তাই ভালবাসায় ভরা স্মৃতিই ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘এ ভাবেই হুল্লোড়ে সন্তানদের মাঝে আনন্দে বাঁচো, স্বমহিমায়।’

ভরসা-ভালবাসার বন্ধন

ছবিতে মা সুজান অবশ্য এই বয়সেও নীল টপে নজরকাড়া। দুধসাদা পোশাকে মায়ের পাশে যেন রাজহংসীর মতো ডানা মেলেছিলেন ক্যাটও। চকোলেটের ওপর বেরির নকশা তোলা কেকটিও নিঃসন্দেহে সুস্বাদু ছিল! সেই কেক কেটেছেন সুজান। ঘিরে ধরে হাততালি দিয়ে উঠেছেন তাঁর আদরের ছেলে-মেয়েরা।

Advertisement

উচ্ছ্বসিত ক্যাটরিনা ইনস্টাগ্রামে লেখেন, ‘বোনেরা মিলে একে অপরের সান্নিধ্যে বড় হয়ে উঠেছি। ওরাই আমার শক্তি, ভরসার স্থল। আশা করি সারাজীবন আমরা এ ভাবেই মিলেমিশে জুড়ে থাকব।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement