Directorial Debut

অভিনয় থেকে দূরে! প্রযুক্তির কারসাজিতে ক্যাটরিনা কইফ এ বার পরিচালনায়?

অভিনেত্রীর কণ্ঠে শোনা গিয়েছে, তিনি এটি পরিচালনা করেছেন। ব্যস, বলিউডের চোখ কপালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৫
Share:

ক্যাটরিনা কইফ কি পরিচালনায় আসছেন? ছবি: সংগৃহীত।

অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে ক্যাটরিনা কইফ। তিনি ঠিক কী করছেন? বলিউডের কাছে এর কোনও সদুত্তর নেই। কখনও তিনি বিদেশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বলিপাড়ার অভিনেতাদের প্রীতিভোজেও মাঝেমধ্যে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু পেশাগত কোনও কাজে দেখা মিলছে না তাঁর।

Advertisement

সকলেই যখন ক্যাটরিনা কী করছেন জানতে ব্যস্ত, তখনই বুধবার রাতে একটি ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী, অভিনেত্রী নাকি পরিচালনায় আসছেন! ‘টাইগার’-খ্যাত নায়িকার কণ্ঠস্বর জানাচ্ছে, খুব শিগগিরিই ক্যামেরার পিছনে কাজ শুরু করতে চলেছেন তিনি। নতুন পেশায় নতুন ভাবে দেখা যাবে তাঁকে। কিছু দিনের মধ্যেই তাঁর কাজ নিয়ে ঘোষণা করবেন তিনি।

শুধুই কণ্ঠস্বর নয়, স্লাইডে এ-ও লেখা ‘স্টে টিউন’। সঙ্গে লোগো। সঙ্গে একটি দৃশ্যমুহূর্ত। সেখানে ক্যাটরিনার কাজের আগাম ঝলক। সেখানেই অভিনেত্রীর কণ্ঠে শোনা গিয়েছে, তিনি এটি পরিচালনা করেছেন। ব্যস, বলিউডের চোখ কপালে। সত্যিই কি পরিচালনায় আসছেন তিনি? খুব খুঁটিয়ে পোস্টটি দেখলে বোঝা যাবে, আসল ঘটনা অন্য। এআই প্রযুক্তির সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে, তাঁর অভিনীত ছবির দৃশ্য নিয়ে গোটা ভিডিয়ো তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে।

Advertisement

তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement