Kareena Kapoor

সুখী দাম্পত্যের ফরমুলা, কী বললেন করিনা!

ছবিতে দেখা গেছে বেবো তাঁর হাবি আর তৈমুরকে। ডেনিম আর পিঙ্ক টপে করিনা উদ্ভাসিত আর পাশে সেফ ট্রাউজার আর ঘন নীল রঙের শার্টে যেন চিরনবীন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১২:৫০
Share:

পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলেন করিনা। ছবি-ইনস্টাগ্রাম।

সপ্তম বিবাহবার্ষিকী পালন করলেন সেফ আর করিনা। তাঁদের বিবাহ বার্ষিকীর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। ইন্স্টাগ্রামে বোনকে অভিনন্দন জানিয়েছেন করিশ্মাও।

Advertisement

ছবিতে দেখা গেছে বেবো তাঁর হাবি আর তৈমুরকে। ডেনিম আর পিঙ্ক টপে করিনা উদ্ভাসিত আর পাশে সেফ ট্রাউজার আর ঘন নীল রঙের শার্টে যেন চিরনবীন।

নিজেদের মতো করে এই উদ্‌যাপনের প্ল্যান করলেও করিশ্মা সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ইনস্টাতে করিনা সেফ আর তৈমুরের ছবি দিয়ে লেখেন 'কিং, প্রিন্স অ্যান্ড কুইন'। এই ছবিতে সোশ্যাল মিডিয়া তোলপাড়।করিশ্মা ছাড়াও ওই ঘরোয়া পার্টিতে ছিলেন কুণাল খেমু আর সোহা আলি খান।

Advertisement

দেখে নিন করিনার জন্মদিন পালনের কিছু মুহূর্ত

Happy happy anniversary to my most favorite couple.♥

A post shared by Kareena Kapoor Khan (@kareena.kapoor.official) on

দশ বছর বয়সের ব্যবধানে শেফ করিনার সুখের দাম্পত্য এখন বি টাউনের চর্চিত বিষয়। করিনা নিজেও স্বীকার করেছেন এই ব্যবধান তাঁদের সম্পর্ককে আরো উন্নত করেছে। 'তাসান' ছবির শুটে বাইক রাইড ছিল এই জুটির সবচেয়ে সুন্দর স্মৃতি। করিনা আজও তা ভোলেননি। শেফ আর করিনার চরিত্র আলাদা হলেও দুজনের বোঝাপড়া ভালবাসা সম্পর্ককে সুন্দর আর দীর্ঘ করেছে।

আরও পড়ুন- কোথায় তুমি নিখিল? যৌবনের ‘হারিয়ে যাওয়া’ কো-স্টারের খোঁজে নিনা গুপ্তর পোস্ট

আরও পড়ুন-ভালবাসার মানুষের সঙ্গে মলদ্বীপে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement