Kareena Kapoor Khan-karishma kapoor

‘রাগী আন্টি ওরা, চলে আয় এ দিকে!’ করিনা, করিশ্মার সামনে শিশুটি এসে পড়তেই গন্ডগোল

বলিউডের অভিনেতারাও ব্যাপারটা জানেন। অনুরাগীদের দিকে তাকিয়ে হেসে হাত নাড়তেই হবে, না হলে নেটদুনিয়া জুড়ে চলবে গালমন্দ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:৫১
Share:

এক শিশুকে এড়ানোর সময় কি একটু বেশিই ‘অমানবিক’ হয়ে পড়লেন করিনা এবং করিশ্মা? ফাইল চিত্র।

বান্দ্রার বাসভবনের সামনে দেখা গেল করিশ্মা কপূর এবং করিনা কপূরকে। ক্যামেরায় পোজ় দেওয়ার ক্ষেত্রে তাঁদের কখনওই ‘না’ নেই। তবে এক শিশুকে এড়ানোর সময় কি একটু বেশিই ‘অমানবিক’ হয়ে পড়লেন দুই বোন? সমালোচনায় ভরল নেটদুনিয়া।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

তারকাদের বাড়ির সামনে প্রায়ই ওঁত পেতে থাকেন আলোকচিত্রীরা। বেরোলেই যাতে ক্যামেরায় ধরা যায়! বলিউডের অভিনেতারাও ব্যাপারটা জানেন। অনুরাগীদের দিকে তাকিয়ে হেসে হাত নাড়তেই হবে, না হলে নেটদুনিয়া জুড়ে চলবে গালমন্দ।

Advertisement

তবে অনেক সময় ব্যস্ততা থাকে। অন্য কিছু নিয়ে চিন্তা থাকে। আত্মমগ্ন হয়ে গাড়িতে উঠে যান তারকারা।

যেমনটা হল শুক্রবারও।

ক্যামেরায় হাসিমুখে তাকিয়েছিলেন করিনা-করিশ্মা। সে সময় হঠাৎ ছুটে চলে আসে একটি বাচ্চা মেয়ে। তার পরনে স্কুলের পোশাক। ইচ্ছে ছিল, অভিনেত্রীদের সঙ্গে ছবি তুলবে সে-ও। কিন্তু মনোবাঞ্ছা পূরণ হল না সেই শিশুর। তাকে দেখেই তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেলেন করিনা আর করিশ্মা। শিশুটিকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে ডেকে নেন বড়রা। এক জনকে বলতে শোনা যায়, “রাগী আন্টি ওরা, চলে আয় এ দিকে”।

সেই ভিডিয়ো দেখেই রেগে গেলেন নেটাগরিকদের একাংশ। মন্তব্য এল, “এত তাড়া ছিল, সত্যি? বাচ্চাটার সঙ্গে একটা ছবি তোলা যেত না?”

আবার কেউ লিখলেন, “এই হল তারার উল্টো পিঠ!”

কয়েক মাস আগে কাজলকে নিয়েও এমন নিন্দার ঝড় উঠেছিল। পথশিশুদের রূঢ় ভাবে সরিয়ে দিতে দেখা গিয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement