Karanvir Bohra

‘হয়তো প্রশ্রয় দিচ্ছি, কিন্তু আমি এ রকম বাবা’, সদ্যোজাতকে বুকে নিয়ে ঘুমে আচ্ছন্ন অভিনেতা

তিন কন্যার গর্বিত বাবা সদ্যোজাতকে বুকে আগলে ধরে ঘুমিয়ে পড়ে‌ছেন। ‌আর মা চুপি চুপি সেই মুহূর্তটা বন্দি করলেন ক্যামেরায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ২১:১৫
Share:

সদ্যোজাতর সঙ্গে বাবা কর্ণবীর বোরা।

বাবার বুকের উপর আরাম করে শুয়ে আছেন তিনি। বেবি কটে তাঁর ঘুম আসে না। এক দিন বয়স হয়ে গিয়েছে। আর কত দিন বেবি কটে ঘুমোবেন তিনি! কর্ণবীর বোরা ও তাঁর স্ত্রী তিজে সিধুর সদ্যোজাতের এই ছবি দেখে আদরের ছড়াছড়ি নেটদুনিয়ায়। বাবার খোলা বুকে যেন আরাম পেয়েছে ছোট্ট পরি। তিন কন্যার গর্বিত বাবা সদ্যোজাতকে বুকে আগলে ধরে ঘুমিয়ে পড়ে‌ছেন। ‌আর মা চুপি চুপি সেই মুহূর্তটা বন্দি করলেন ক্যামেরায়। এমন আদুরে ছবির তলায় যে কমেন্ট উপচে পড়বে, তা তো জানা কথাই।

Advertisement

ছবির ক্যাপশনে লেখা, ‘বেবি কটে শুতে চায় না সে। এ ভাবেই সবথেকে ভাল ঘুম আসে তার। অনেকেই বলবেন, আমি আদর দিয়ে বাঁদর বানাচ্ছি়। কিন্তু কিছু করার নেই। আমি এ রকম বাবা। আমি যে এত ভালবাসতে পারি, জানতাম না। আমার ভিতর থেকে যেন আরও আরও অপত্য স্নেহের প্রকাশ ঘটাচ্ছে ও।’ তার পর স্ত্রীকে আদর করে ধন্যবাদ জানালেন কর্ণবীর।

সোমবার জন্ম নিয়েছে তিন নম্বর পরি। সে দিনই কর্ণবীর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। বাবার কোলে সদ্যোজাত। আর পাশে আনন্দে লাফাচ্ছে খুদের দুই ‘বড়’ দিদি। যাদের এখন অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। ‘চার্লিস এঞ্জেলস’ ছবির বাস্তবিক প্লট যেন কর্ণবীরের বাড়িতে। তিন তিনটি পরি নিয়ে তাঁর জগত এখন। এর আগেই টেলি অভিনেতা কর্ণবীর বোরার যমজ পরির ছবি ও ভিডিয়োয় ভরে উঠেছে নেটদুনিয়া। এ বারে তাঁর ঘরে তিন নম্বর কন্যাসন্তান। কর্ণবীর ও তিজে সিধু তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি ও ভিডিয়ো পোস্ট করা শুরু করে দিয়েছেন। যদিও সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি বাবা-মা। কিন্তু নিজেকে চার্লির চরিত্রে বসিয়ে ফেলেছেন বাবা। আর তাঁর তিন মহিলা গুপ্তচর হল তাঁর তিন কন্যা।

Advertisement

A post shared by Karanvir Bohra (@karanvirbohra)

আরও পড়ুন: নতুন বছরে ‘প্রাক্তন’-এর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ক্যাটরিনা?

আরও পড়ুন: বেবি বাম্পের ছবি শেয়ার করলেন মধুবনী, জানালেন নিত্যদিনের রুটিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement