Karan Mehra

কন্যাদান করেছিলেন যে ‘ভাই’, তার সঙ্গে সহবাসে অভিনেত্রী স্ত্রী! অভিযোগ অভিনেতা স্বামীর

নিশা তাঁরই সম্পত্তি ভোগ করে তাঁর বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন কর্ণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১০:৩৪
Share:

কে বিশ্বাসঘাতক?

দাম্পত্য কলহের পরিণাম গার্হস্থ্য হিংসা। দিনের পর দিন সংসারে আগুন জ্বলছিল। যা নিয়ে স্বামী অভিনেতা কর্ণ মেহরার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী নিশা রাওয়াল। পাল্টা কর্ণের অভিযোগ, নিশা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়াতেই সমস্যার সূত্রপাত। তিনি আসলে কোনও রকম দুর্ব্যবহার করেননি। বরং, ঘটনার শিকার হয়েছেন তিনিই।

Advertisement

২০২১ সাল, অর্থাৎ তাঁদের বিয়ের ন’বছর পর আলাদা হয়ে যান তারকা জুটি কর্ণ-নিশা। গত ১৪ মাস ধরে ছেলে কবিশের ভরণপোষণের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন নিশা। ‘ইয়ে রিশতা কেয়া খেলাতা হ্যায়’-র অভিনেতা কর্ণর দাবি, আদালতের রায়ে তিনি নিঃস্ব।কঙ্গনা রানাউতের ‘লক আপ’-এ প্রতিযোগী হওয়ার সুবাদে সবটাই প্রকাশ্যে এনেছিলেন নিশা। এ বার পাল্টা অভিযোগ করলেন কর্ণও। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মুখ খুলে অভিযোগ প্রকাশ্যে আনেন অভিনেতা। বললেন, ‘‘নিশা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গত ১৪ বছর ধরে যাকে ভাই বলে আসছে আসলে তার সঙ্গেই পরকীয়ার সম্পর্কে আছে ও। সেই ভাইয়ের নাম রোহিত সাথিয়া। বিয়ের সময় কন্যাদান করেছিল সে-ই।’’

কর্ণ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘আমারই চার কামরার ফ্ল্যাটে ওই লোকটাকে নিয়ে আছে নিশা। আমার ল্যাপটপ, কাগজপত্র, টাকাপয়সা ব্যবহার করছে। সেই টাকা থেকেই আমার বিরুদ্ধে মামলা করেছে। এ কেমন বিচার? আমাদের মধ্যে এখনও আইনি বিচ্ছেদ পর্যন্ত হয়নি। আমি সুবিচার চাই।’’

Advertisement

কর্ণের দাবি, তাঁর ছেলে সেখানে বেড়ে ওঠার ঠিক মতো পরিবেশ পাচ্ছে না। রোহিত নেশা করেন বলেও অভিযোগ কর্ণের। দাবি, কবিশকে সেই পরিবেশে রেখে নষ্ট করছেন নিশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement