Karan Johar

Karan Johar: ৫ বছর পর পরিচালনায় ফিরলেন কর্ণ, কারা থাকবেন মুখ্য চরিত্রে?

২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি পরিচালনা করেন কর্ণ। মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কপূর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৯:১৩
Share:

কর্ণ জোহর।

পর্দায় প্রেমের গল্প বোনেন তিনি। কর্ণ জোহর। পাঁচ বছর আবার পরিচালনায় ফিরছেন পরিচালক। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। নায়ক-নায়িকা হবেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট

টুইটারে ছবির একটি ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কর্ণ। সঙ্গে লিখেছেন, ‘লেন্সের পিছনে ফিরে যেতে পারে খুব আনন্দ হচ্ছে, সামনে থাকছেন প্রিয় মানুষেরা।’ ছবির গল্প লিখেছেন ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় । ২০২২ সালে মুক্তি পেতে চলেছে কর্ণের পরিচালিত এই প্রেমের কাহিনি। এই ছবির মাধ্যমে আবার বলিউডে ফিরছেন জয়া বচ্চন। তাঁর সঙ্গেই থাকবেন ধর্মেন্দ্র এবং শাবানা আজমি।

Advertisement

কর্ণ জানিয়েছেন, বিগত কয়েক বছরে নিজের প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশনস’-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কাজে করেছেন তিনি। এ বার নিজের ‘প্রিয়’ জায়গায় ফিরে যেতে পেরে উচ্ছ্বসিত কর্ণ।

২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি পরিচালনা করেন কর্ণ। মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কপূর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খান। কর্ণের এই ছবি নিয়ে সে সময় দর্শক মহলে প্রত্যাশা তৈরি হলেও বক্স অফিসে সফল হয়নি সেটি। পরে 'লাস্ট স্টোরিজ' এবং 'গোস্ট স্টোরিজ' নামের দু'টি অ্যান্থোলজি ছবিতে একটি করে অধ্যায় তিনি পরিচালনা করেন। সে হিসেবে দেখলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ই তাঁর এপর্যন্ত শেষ পূর্ণদৈর্ঘ্যের পরিচালনা। আর লালসা বা ভয় নয়, এ বার পরিবার এবং প্রেমের চিরাচরিত গল্প নিয়ে নিজের জায়গায় ফিরে গিয়েছেন কর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement