Celeb Life

শালিনীর জনপ্রিয়তায় হিংসে হচ্ছে? মাহীপকে খোঁচাতেই আঙুল তুলে অশালীন ইঙ্গিত সঞ্চালক কর্ণকে!

শুক্রবার থেকেই তিনি খবরে। সঞ্জয় কপূরের সঙ্গে এক রাত্রি কাটানোর দৌলতে। শনিবার তাঁকে নিয়েই শোরগোল, ভাইরাল একটি ভিডিয়োর সৌজন্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫
Share:

কর্ণ জোহরের সঙ্গে টক্করে মাহীপ কপূর? ছবি: ফেসবুক।

প্রচার কে না চান? ইদানীং, নেতিবাচক প্রচারেও ‘না’ নেই জনপ্রিয় মুখদের। মাহীপ কপূরের কথাই ধরুন। শুক্রবার তিনি খবরের শিরোনামে। বিয়ের আগেই স্বামী সঞ্জয় কপূরের সঙ্গে এক রাত্রি সহবাসের কারণে। রাত পেরোতেই অন্য কারণে তিনিই ফের চর্চায়। এ বার কর্ণ জোহরকে অশালীন ইঙ্গিত করার কারণে! কর্ণ তাঁকে খুঁচিয়েছিলেন শালিনী পাসির জনপ্রিয়তার কথা তুলে। সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে প্রযোজক-পরিচালককে ‘মধ্যমা’ দেখান তারকাপত্নী। ‘ফ্যাবুলাস লাইফ ভার্সেস বলিউড ওয়াইভস’ একটি জনপ্রিয় অনুষ্ঠান। বলিউডের তারকাপত্নীদের বিলাসী জীবনযাপন এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। সেখানে উপস্থিত প্রযোজক-অভিনেতার স্ত্রী। কর্ণ মাহীপকে বাগে পেয়ে নানা প্রশ্ন করেছেন।

Advertisement

প্রথমে তাঁর ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে ঠাট্টার ছলে বলেছেন, “মাহীপ, তোমার এই ব্যাগটি কি ১৮ বছরের পুরনো?” সঞ্জয়-ঘরনি বুঝেছিলেন, এ বার কর্ণ একের পর এক ব্যঙ্গের তির ছুড়বেন। তাই ঘাবড়ে না গিয়ে পাল্টা তোপ তাঁর, “এটা তুমিই দিয়েছিলে কর্ণ।” উত্তর শুনে কি সামান্য থমকে গিয়েছিলেন সঞ্চালক? পর ক্ষণেই নিজেকে সামলে তাঁর দ্বিতীয় প্রশ্নবাণ, “এই শো-তে শালিনীর জনপ্রিয়তা দেখে তোমার হিংসে হচ্ছে? তুমি কি মনে মনে ভয় পাচ্ছ?” এ বার আর নিজেকে সামলাতে পারেননি মাহীপ। সোজা কর্ণের দিকে ঘুরে বসে, প্রথমে জানতে চেয়েছেন, কেন এই ধরনের প্রশ্ন করছেন তিনি? সঞ্চালক তখনও নিজের বক্তব্যে অটল থাকায় ক্যামেরার সামনেই ‘মধ্যমা’ দেখিয়েছেন তাঁকে।

দেখতে দেখতে কর্ণের ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে টুকরো ঝলক ভাগ করে নিয়ে তখনও সঞ্চালক রসিকতার মেজাজে। জানতে চেয়েছেন, মাহীপকে ‘রোস্ট’ করার নমুনা দেখে বলিউডের বাকি তারকাপত্নীরা কি ভয়ে মায়ানগরী ছেড়ে পালানোর কথা ভাবছেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement