Kapil Sharma

টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জল্পনা উস্কে দিলেন কপিল শর্মা

এক বাক্যের একটি টুইট। জিজ্ঞাসা বা অনুরোধও বলা যেতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৬:২৬
Share:

কপিল শর্মা।

বলিউডে গুঞ্জন, দ্বিতীয় বারের জন্য বাবা হতে চলেছেন কপিল শর্মা। এ বিষয়ে কপিল মুখ না খুললেও তাঁর একটি টুইট জল্পনা আরও উস্কে দিল।

Advertisement

কী লিখেছেন বলিউডের প্রথম সারির কমেডিয়ান?

এক বাক্যের একটি টুইট। জিজ্ঞাসা বা অনুরোধও বলা যেতে পারে। কপিল লিখেছেন, ‘শুভ সমাচারকে ইংরেজিতে কী বলে? দয়া করে জানান।’ এর পরেই কমেন্ট বক্সে প্রশ্নের বন্যা। ‘নতুন অতিথি আসছে পরিবারে’, কৌতূহল বেশির ভাগের। অনেকে আবার ভাবছেন কোনও ওয়েব সিরিজ বা ছবিতে অভিনয় করতে চলেছেন কপিল। কিন্তু ওই একটি সাঙ্কেতিক টুইট করে তিনি ফের ‘সাইলেন্ট মোডে’।

Advertisement

কিছু ক্ষণের মধ্যেই কপিলের টুইট শেয়ার করে শুভেচ্ছা জানালেন লেখক চেতন ভগত। তবে সোজাসুজি নয়, ঘুরিয়ে। লিখলেন, ‘কনগ্র্যাচুলেশনস-কে হিন্দিতে কী বলে? অনেক শুভেচ্ছা আপনাকে।’ তবে বাকি সকলের মতো চেতনও কি কিছু না জেনেই শুভেচ্ছাবার্তা পাঠালেন কপিলকে?

আরও পড়ুন: ‘বাবুশ’ রহমানের জন্মদিনে তাঁকে আদর পাঠালেন সুস্মিতা

করবা চৌথ উপলক্ষে কমেডিয়ান ভারতী সিংহ উৎসব উদযাপনের একটি লাইভ ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োতে কপিলের স্ত্রী গিন্নিকে এক ঝলক দেখা যায়। সেখানে তাঁর বেবি বাম্প দেখা গিয়েছিল বলে দাবি করেন নেটাগরিকদের একাংশ।

কপিলের ঘনিষ্ঠমহলের এক জন মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর মা অমৃতসর থেকে মুম্বইতে এসে পৌঁছেছেন। অন্য দিকে, গিন্নির পরিবারও এই সময় মেয়েকে দেখাশোনার জন্য তাঁর কাছেই রয়েছে।

কয়েক দিন আগে নতুন কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন কপিল। জানিয়েছিলেন, তার জন্য কমাচ্ছেন ওজনও। নতুন অতিথি না নতুন কাজ? ‘খুশির খবর’টা আসলে কী? এই প্রশ্নের উত্তর খুঁজছে বলিউড তথা অনুরাগীমহল।

আরও পড়ুন: ৩ সন্তানের বাবা চিত্রগ্রাহকের সঙ্গে ব্যর্থ প্রেম, ইলেয়ানার বিশ্বাস যৌনতাই তাঁকে তরুণী রাখে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement