(বাঁ দিকে) সন্দীপ রেড্ডি বঙ্গা। কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।
গত বছরের অন্যতম বিতর্কিত ছবি, সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রণবীর কপূর অভিনীত ওই ছবি। ছবিতে উগ্র পৌরুষ ও নারীবিদ্বেষের উদ্যাপন তুলে ধরেছেন বঙ্গা, ‘অ্যানিম্যাল’ মুক্তির পরে দাবি করেছিলেন সমালোচকদের একটা বড় অংশ। শুধু সমালোচকেরাই নন, ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাভেদ আখতারের মতো বর্ষীয়ান গীতিকারও। যদিও এই বিতর্ককেই সঙ্গী করে বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে ‘অ্যানিম্যাল’। বলা যেতে ২০২৩ সালের অন্যতম সফল ছবি। এই মুহূর্তে বলিউডের তাবড় সব অভিনেতা নাকি সন্দীপকে ফোন করছেন। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন। কিন্তু সন্দীপ কঙ্গনা রানাউতের প্রশংসায় পঞ্চমুখ। কাজ করতে চান ‘কুইন’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে।
বরাবরই যা মনে, তাই স্পষ্ট ভাষায় বলে দেন কঙ্গনা। কারও সমালোচনা করতেও কুণ্ঠা বোধ করেন না। আবার মনে ধরলে প্রশংসাও করেন। যদিও কঙ্গনার অলিখিত শত্রুতা বলিউডের খান কপূর ও ভট্টদের সঙ্গে। যখন সন্দীপের ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পেল সেই সময় কড়া ভাষায় ছবির উগ্র পৌরষের সমালোচনা করেছেন অভিনেত্রী। তবু কঙ্গনার সঙ্গে কাজ করতে চান পরিচালক। সন্দীপ একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ আমি যদি সুযোগ পাই আর গল্পটা যদি মানানসই হয়, তবে আমি কঙ্গনার সঙ্গে নিশ্চয়ই কাজ করতে চাইব। ওর কাজ ভাল লাগে। অনেক ছবি দেখেছি কঙ্গনার। ও আমার ছবিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে তবে আমার কিছু মনে করিনি, রাগও করিনি।’’
সন্দীপের প্রশংসা শুনে পাল্টা উত্তর দিয়ে কঙ্গনা জানান, যতই প্রশংসা করুন তিনি সন্দীপের সঙ্গে কাজ করতে চান না। কঙ্গনা তার কথার ব্যাখ্যাও দিয়েছেন। কঙ্গনার কথায়, ‘‘অনেক ধন্যবাদ সন্দীপজি, আমার সমালোচনাকে এতটা খোলা মনে গ্রহণ করার জন্য। আপনার এই মনোভাবের জন্যই ধন্যবাদ। তবে দয়া করেন আপনার ছবিতে কোনও পাঠ দেবেন না। তা হলে দেখবেন উগ্র পৌরুষের চরিত্র করা নায়করা নারীবাদী হয়ে উঠছে! তখন আপনার ছবিও আর বক্স অফিসে চলবে না।’’