‘তাপসী বি-গ্রেড অভিনেত্রী, অনুরাগ মিনি মহেশ ভট্ট’, বিস্ফোরক কঙ্গনা

কঙ্গনা যেন থামছেনই না। তাপসী, স্বরার পর এ বার পরিচালক অনুরাগ কাশ্যপকে ‘মিনি মহেশ ভট্ট’ বলে আক্রমণ অভিনেত্রীর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ১৭:৫১
Share:

কঙ্গনা এবং তাপসী।

কঙ্গনা যেন থামছেনই না। তাপসী, স্বরার পর এ বার পরিচালক অনুরাগ কাশ্যপকে ‘মিনি মহেশ ভট্ট’ বলে আক্রমণ অভিনেত্রীর।

Advertisement

বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কর্ণ জোহর এবং আদিত্য চোপড়ার মতো বড় নামধারীদের এক হাত নেওয়ার পাশপাশি তাপসী এবং স্বরাকেও বি গ্রেড অভিনেত্রী বলে উল্লেখ করেন কঙ্গনা। রাতারাতি কেঁপে ওঠে বলিউড। তাপসী-স্বরাও পাল্টা দেন কঙ্গনাকে।

এ বার সেই সাক্ষাৎকারের লিঙ্ক শেয়ার করে অনুরাগ সোশ্যাল মিডিয়ায় লেখেন, এক সময় তাঁরা বন্ধু ছিলেন। কিন্তু এই নতুন কঙ্গনাকে তিনি চেনেন না। একেবারেই না। অনুরাগের কথায়, “ বহুত হো গয়া।” ‘মণিকর্ণিকা’-র সেটে নাকি সহ-অভিনেতা, পরিচালক-প্রযোজকদের অপমান করতেন কঙ্গনা, এমনকি, নিজের স্বার্থে সহ-অভিনেতাদের চরিত্রও নাকি তিনি ছেঁটে দিয়েছেন, এমনটাই অভিযোগ অনুরাগের।

Advertisement

আরও পড়ুন- মৃত্যুর আগে ঝগড়ায় জড়িয়েছিলেন সুশান্ত! গজাল, ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে অভিনেতাকে?

শুনবেন, অথচ পাল্টা বলবেন না, কঙ্গনা তো সেই চরিত্রের নন! অতএব, উল্টো দিক থেকেও উড়ে এসেছে তির। অনুরাগকে সরাসরি ‘মিনি মহেশ ভট্ট’ নামে দেগে কঙ্গনার বক্তব্য, “এই যে, মিনি মহেশ ভট্ট বলতে এসেছে কঙ্গনা নাকি একেবারে একা। ফেক লোকরা তাকে ঘিরে রেখেছে। দেশদ্রোহী, আরবান নকশালরা যে ভাবে জঙ্গিদের আড়াল করে ঠিক সে ভাবেই এই মুভি মাফিয়াদের আড়াল করার বেশ ভালই প্রচেষ্টা চলছে।’’

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে ‘ব্লেমগেম’-এ মেতেছে বলিউড, তার শেষ কোথায়, জানেন না কেউ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement