Kajol

অজয়কে বিয়ে করতে চাই শুনে বাবা চার দিন কথা বলেননি: কাজল

সম্প্রতি ‘হিউম্যান অব বম্বে’ নামক এক জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজে কাজল জানান বছর পঁচিশ আগে ‘হালচাল’-এর সেটে প্রথম অজয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। না, প্রথম ‘মুলাকাত’-এই প্রেমে পড়েননি তাঁরা। বন্ধুত্ব দিয়ে শুরু, ধীরে ধীরে প্রেম, পরিণয় এবং বিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৬:১৮
Share:

কাজল-অজয়।

অকপট কাজল। ব্যক্তিগত জীবনের সমস্ত অজানা তথ্য নিয়েই ধরা দিলেন ফ্যানেদের কাছে। অজয়ের সঙ্গে প্রথম মুলাকাত, বিয়ে, প্রেম, প্রথম সন্তান মিসক্যারেজ ইত্যাদি নানা গোপন তথ্য ফাঁস করলেন নিজেই।

Advertisement

সম্প্রতি ‘হিউম্যান অব বম্বে’ নামক এক জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজে কাজল জানান বছর পঁচিশ আগে ‘হালচাল’-এর সেটে প্রথম অজয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। না, প্রথম ‘মুলাকাত’-এই প্রেমে পড়েননি তাঁরা। বন্ধুত্ব দিয়ে শুরু, ধীরে ধীরে প্রেম, পরিণয় এবং বিয়ে।

অজয়কে যে কাজল বিয়ে করতে চান সে কথা বাড়িতে জানাতে কাজলের বাবা পরিচালক শমু মুখোপাধ্যায় চার দিন কথা বলেননি তাঁর সঙ্গে। কিন্তু কেন? পাত্র হিসেবে কি অজয়কে মনে ধরেনি শমু-র?

Advertisement

কাজলের কথায়, “বছর চারেক ডেট করার পর যখন আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই তখন বাবা আমার সঙ্গে কথা বলেননি প্রায় চার দিন। সে সময় আমি কেরিয়ায়ের শীর্ষে। বাবা চেয়েছিলেন আমি যাতে সেই মুহূর্তে বিয়ের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করি।”

দেখুন কাজলের সেই পোস্ট

Repost @officialhumansofbombay We met 25 years ago, on the sets of Hulchul–I was ready for the shot & asked, ‘Where’s my hero?’ Someone pointed him out–he was broodily sitting in a corner. So 10 minutes before I met him, I bitched about him! We began talking on set & became friends. I was dating someone at the time & so was he–I’ve even complained about my then boyfriend to him! Soon, we both broke up with our significant others. Neither of us proposed–it was understood that we were to be together. It went from hand-holding to a lot more before we knew it! We used to go for dinners & so many drives–he lived in Juhu & I, in South Bombay, so half our relationship was in the car! My friends warned me about him–he had quite a reputation. But he was different with me–that’s all I knew. We’d been dating for 4 years, when we decided to get married. His parents were on board, but my dad didn’t talk to me for 4 days. He wanted me to focus on my career, but I was firm & he eventually came around. Again, there was no proposal–we just knew we wanted to spend our lives together. We got married at home & gave the media the wrong venue–we wanted it to be our day. We had a Punjabi ceremony & a Marathi one! I remember, during the pheras Ajay was desperately trying to get the pandit to hurry up & even tried to bribe him! I wanted a long honeymoon–so we travelled to Sydney, Hawaii, Los Angeles… But 5 weeks into it, he fell sick & said, ‘Baby, book me on the next flight home!’ We were supposed to do Egypt, but we cut it short. Over time, we began planning to have kids. I was pregnant during K3G, but had a miscarriage. I was in the hospital that day–the film had done so well, but it wasn’t a happy time. I had another miscarriage after that–it was tough. But eventually it worked out–we had Nysa & Yug & our family’s complete. We’ve been through so much–we’ve formed our own company, Ajay’s on his 100th film & every day we’re building something new. Life with him is content–we’re not too romantic or anything–we care for each other. If I’m thinking idiotic things, it’ll come out of my mouth without a filter & vice versa. Like right now I’m thinking that he owes me a trip to Egypt!

A post shared by Kajol Devgan (@kajol) on

আরও পড়ুন-হ্যান্ডশেকের অছিলায় সারাকে জোর করে চুমু ভক্তর! নিন্দায় নেটিজেনেরা

কিন্তু কাজল ছিলেন নাছোড়বান্দা। তিনি বাবাকে বুঝিয়ে রাজি করান বিয়ে দিতে। অজয়কে ছাড়া যে তিনি মোটেও ভাল থাকবেন না, বুঝে গিয়েছেন কাজল। তারপর আর কি! ১৯৯৯ সালে পরিবারের লোকজন নিয়ে ঘরোয়া ভাবে বিয়ে করেন কাজল-অজয়। নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে মিডিয়ার অনুপ্রবেশ মোটেও চাননি ওই জুটি। আর সে জন্যই মিডিয়াকে ইচ্ছা করেই বিয়ের ভুল জায়গা বলেছিলেন তাঁরা। পঞ্জাবি এবং মারাঠি রীতিতেই হয়েছিল কাজলের বিয়ের অনুষ্ঠান।

কিন্তু বিয়ের পরেও কাজলের জীবনে ঘটেছিল অঘটন। ২০০১-এ তাঁর জীবনে ঘটে যায় এক ট্র্যাজিক ঘটনা। কর্ণ জোহর পরিচালিত সুপারহিট ছবি ‘কভি খুশি কভি গম’ যেদিন মুক্তি পায় সেদিনই তাঁর প্রথম গর্ভপাত হয়ে যায়।

আরও পড়ুন-হৃতিকের জন্মদিনে সুজানের স্পেশাল উইশে কি নতুন রসায়নের ইঙ্গিত?

কাজলের কথায়, “কভি খুশি কভি গমের সময়েই অন্তঃসত্ত্বা ছিলাম আমি। যে দিন ছবি মুক্তি পায়, আমি হাসপাতালে ছিলাম। ফিল্ম সুপারহিট। কিন্তু আমার জন্য মোটেও সুখকর ছিল না। আমার প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে যায়। আমার এবং অজয় দু’জনেই খুব খারাপ সময় কাটিয়েছি।”

শুধু তাই নয়, তাঁদের দ্বিতীয় সন্তানও মিসক্যারেজ হয়ে যায় বলে জানান কাজল। যাই হোক অবশেষে বছর দুই বাদে ২০০৩-এর এপ্রিলে জন্ম হয় কাজল-অজয়ের মেয়ে নাইসা দেবগণের। এর পর প্রায় সাত বছর ২০১০-এ জন্ম হয় ছেলে যুগের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement