অজয়কে বিয়ে করতে চাই শুনে বাবা চার দিন কথা বলেননি: কাজল
সম্প্রতি ‘হিউম্যান অব বম্বে’ নামক এক জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজে কাজল জানান বছর পঁচিশ আগে ‘হালচাল’-এর সেটে প্রথম অজয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। না, প্রথম ‘মুলাকাত’-এই প্রেমে পড়েননি তাঁরা। বন্ধুত্ব দিয়ে শুরু, ধীরে ধীরে প্রেম, পরিণয় এবং বিয়ে।
Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৬:১৮
Share:
কাজল-অজয়।
অকপট কাজল। ব্যক্তিগত জীবনের সমস্ত অজানা তথ্য নিয়েই ধরা দিলেন ফ্যানেদের কাছে। অজয়ের সঙ্গে প্রথম মুলাকাত, বিয়ে, প্রেম, প্রথম সন্তান মিসক্যারেজ ইত্যাদি নানা গোপন তথ্য ফাঁস করলেন নিজেই।
Advertisement
সম্প্রতি ‘হিউম্যান অব বম্বে’ নামক এক জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজে কাজল জানান বছর পঁচিশ আগে ‘হালচাল’-এর সেটে প্রথম অজয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। না, প্রথম ‘মুলাকাত’-এই প্রেমে পড়েননি তাঁরা। বন্ধুত্ব দিয়ে শুরু, ধীরে ধীরে প্রেম, পরিণয় এবং বিয়ে।
অজয়কে যে কাজল বিয়ে করতে চান সে কথা বাড়িতে জানাতে কাজলের বাবা পরিচালক শমু মুখোপাধ্যায় চার দিন কথা বলেননি তাঁর সঙ্গে। কিন্তু কেন? পাত্র হিসেবে কি অজয়কে মনে ধরেনি শমু-র?
Advertisement
কাজলের কথায়, “বছর চারেক ডেট করার পর যখন আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই তখন বাবা আমার সঙ্গে কথা বলেননি প্রায় চার দিন। সে সময় আমি কেরিয়ায়ের শীর্ষে। বাবা চেয়েছিলেন আমি যাতে সেই মুহূর্তে বিয়ের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করি।”
কিন্তু কাজল ছিলেন নাছোড়বান্দা। তিনি বাবাকে বুঝিয়ে রাজি করান বিয়ে দিতে। অজয়কে ছাড়া যে তিনি মোটেও ভাল থাকবেন না, বুঝে গিয়েছেন কাজল। তারপর আর কি! ১৯৯৯ সালে পরিবারের লোকজন নিয়ে ঘরোয়া ভাবে বিয়ে করেন কাজল-অজয়। নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে মিডিয়ার অনুপ্রবেশ মোটেও চাননি ওই জুটি। আর সে জন্যই মিডিয়াকে ইচ্ছা করেই বিয়ের ভুল জায়গা বলেছিলেন তাঁরা। পঞ্জাবি এবং মারাঠি রীতিতেই হয়েছিল কাজলের বিয়ের অনুষ্ঠান।
কিন্তু বিয়ের পরেও কাজলের জীবনে ঘটেছিল অঘটন। ২০০১-এ তাঁর জীবনে ঘটে যায় এক ট্র্যাজিক ঘটনা। কর্ণ জোহর পরিচালিত সুপারহিট ছবি ‘কভি খুশি কভি গম’ যেদিন মুক্তি পায় সেদিনই তাঁর প্রথম গর্ভপাত হয়ে যায়।
কাজলের কথায়, “কভি খুশি কভি গমের সময়েই অন্তঃসত্ত্বা ছিলাম আমি। যে দিন ছবি মুক্তি পায়, আমি হাসপাতালে ছিলাম। ফিল্ম সুপারহিট। কিন্তু আমার জন্য মোটেও সুখকর ছিল না। আমার প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে যায়। আমার এবং অজয় দু’জনেই খুব খারাপ সময় কাটিয়েছি।”
শুধু তাই নয়, তাঁদের দ্বিতীয় সন্তানও মিসক্যারেজ হয়ে যায় বলে জানান কাজল। যাই হোক অবশেষে বছর দুই বাদে ২০০৩-এর এপ্রিলে জন্ম হয় কাজল-অজয়ের মেয়ে নাইসা দেবগণের। এর পর প্রায় সাত বছর ২০১০-এ জন্ম হয় ছেলে যুগের।