কৈলাস খের। ছবি: সংগৃহীত।
২২ জানুয়ারি, সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। ১৭ জানুয়ারি থেকেই অযোধ্যায় যাবতীয় নিয়ম মেনে শাস্ত্রীয় আচারবিধি পালন করা শুরু করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। রাম জন্মভূমি জুড়ে সাজ-সাজ রব। প্রায় উৎসবের মেজাজে গা ভাসিয়েছেন অযোধ্যাবাসী। শুরু হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। মুম্বই থেকে উড়ে যাচ্ছেন তারকারা। ইতিমধ্যেই অযোধ্যায় পদযাত্রা করতে দেখা গিয়েছে পর্দার রামায়ণের রাম, সীতা ও লক্ষ্মণকে। ১৬ থেকে ২২ জানুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে অযোধ্যায়। এ বার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে নিজের গাওয়া ‘রাম কা ধাম’ ভজনটি উৎসর্গ করলেন গায়ক কৈলাস খের।
২২ তারিখ বলিউডের অগণিত তারকা আমন্ত্রিত রয়েছেন অযোধ্যায়। এক মাস আগেই নিমন্ত্রণপত্র পেয়েছিলেন কৈলাস। এমনিতেই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলে নামডাক রয়েছে তাঁর। তাই রামমন্দির উদ্বোধনের আনন্দে গোটা একটা ভজন গাইলেন তিনি। কৈলাস বলেন, ‘‘গোটা দেশ রামমন্দির উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মনে হচ্ছে, সকলে মিলে যেন দীপাবলি উদ্যাপন করতে চলেছি। সেই প্রেক্ষিতেই আমার ‘রাম কা ধাম’ ভজন গানটি রামমন্দিরকে উৎসর্গ করছি। এই গানে মন্দির নির্মাণের নেপথ্যে সংগ্রামের কাহিনিকেই তুলে ধরেছি।”
এ দিনের অনুষ্ঠানে কী পরে যাবেন, আগে থেকেই ঠিক রেখেন তিনি। গায়কের কথায়, ‘‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে। সে দিন আমি থাকছি অযোধ্যায়। আমার বাবার স্মরণে উদ্বোধনী অনুষ্ঠানে ধুতি পরব বলে ঠিক করেছি। আশা করি, উপর থেকে আমার বাবা-মা দেখে খুশি হবেন।’’