kabir suman

Kabir Suman: মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই ‘গানওয়ালা’ কবীর সুমনের

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পরে সেই ছবি ফেসবুকে ভাগ করে নেন সুমন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৫
Share:

কবীর সুমন।

এত দিন তিনি অসংখ্য জনপ্রিয় গান, গানের সুর উপহার দিয়েছেন তাঁর অনুরাগী শ্রোতাদের। মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করলেন কবীর সুমন। বুধবার সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পরেই সেই ছবি ফেসবুকে ভাগ করে নেন স্বয়ং ‘গানওয়ালা’।

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী। চিকিৎসার জন্য দিন কয়েক হাসপাতালে থাকতেও হয়েছিল তাঁকে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। এ বারের পুজোয় মুক্তি পাচ্ছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। দেব অধিকারী প্রযোজিত এই ছবির সুরকার কবীর সুমন।

Advertisement

সম্প্রতি লাইভ সম্প্রচারে দেব এবং ছবির রাজামশাই শাশ্বত চট্টোপাধ্যায় যৌথ ভাবে জানিয়েছেন, কবীর সুমনের সঙ্গীত পরিচালনার কথা। এই ছবির অহঙ্কার কবীর সুমন। যাঁর সুরে বাঁধা গান শ্রোতাদের পৌঁছে দেবে রূপকথার জগতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement