Aishwarya Rai Bachchan

‘মাটিতে পা পড়ে না, খুব অহঙ্কারী’, রটে যায় ঐশ্বর্যার নামে! কী এমন করেছিলেন তিনি?

একটা সময় নাকি মাটিতে পা পড়ত না অভিনেত্রীর। ঐশ্বর্যার সঙ্গে কাজ করার কথা ভেবেও ঘাবড়ে যেতেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৮:৪৫
Share:
Jividh Sharma told that Aishwarya Rai Bachchan was a very hard working actress

ঐশ্বর্যা রাই বচ্চনের কি মাটিতে পা পড়ত না? ছবি: সংগৃহীত।

বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে। বহু দিন হয়ে গেল কোনও ছবিতে অভিনয় করছেন না তিনি। কিন্তু একটা সময় প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ‘তাল’, ‘হম দিল দে চুকে সনম’, ‘জোশ’, ‘গুরু’, ‘যোধা আকবর’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু একটা সময় নাকি মাটিতে পা পড়ত না অভিনেত্রীর। ঐশ্বর্যার সঙ্গে কাজ করার কথা ভেবেও ঘাবড়ে যেতেন অনেকে।

Advertisement

‘তাল’ ছবির শুটিং শুরু হওয়ার আগে নাকি কলাকুশলীদের মধ্যে খবর ছড়িয়েছিল, ঐশ্বর্যা নাকি খুব অহঙ্কারী। বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন বলে তাঁর নাকি গর্বে মাটিতে পা পড়ে না। এই একই ধারণা তৈরি হয়েছিল জিভিধ শর্মারও। তিনিও এই ছবিতে কাজ করেছিলেন। তবে ঐশ্বর্যার সঙ্গে কাজ করার পরে বদলে গিয়েছিল তাঁর ধারণা। প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে কাজ করার পরে তিনি বলেছিলেন, “ও খুবই ভাল মানুষ।”

জিভিধ শর্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “লোকে বলেছিল, বিশ্বসুন্দরীর খেতাব জেতার পরে ও খুব অহঙ্কারী হয়ে গিয়েছে। আমারও একই ধারণা ছিল। কিন্তু ওর সঙ্গে কাজ করার পরে বুঝলাম, ও একদমই তেমন মানুষ নয়। খুব ভাল ও সাধারণ মেয়ে। তবে ও খুব পরিশ্রমী ছিল।”

Advertisement

ঐশ্বর্যার সঙ্গে কী ধরনের কথা হয়েছিল, তা নিয়েও কথা বলেছিলেন জিভিধ। তিনি বলেছিলেন, “আমরা সাধারণত ছবির দৃশ্যগুলি নিয়েই কথা বলতাম। ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলতাম আমরা। মাঝেমধ্যে আমার মায়ের খোঁজ নিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement