Vidya Balan

যিশুকে কাছে টানলেন বিদ্যা!

চিত্রনির্মাতা অনু মেননের বায়োপিক ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবীকে নিয়ে ছবির কাজ চলছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন। যিশু তাঁর স্বামী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৬:৪৫
Share:

র‌্যাপ আপের পরে যিশু-বিদ্যা। ছবি ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

দু’জনে কাছাকাছি! ইনস্টাতে ছবি দেখা গিয়েছে। যিশু সেনগুপ্ত আর বিদ্যা বালন!

Advertisement

বিষয়টা কী? সদ্য শেষ হয়েছে ‘শকুন্তলা’ ছবির কাজ। সেই কারণেই একসঙ্গে ছবি তুলেছেন যিশু আর বিদ্যা। র‌্যাপ আপের ছবি।
কঙ্গনা থেকে বিদ্যা— বলিউড এখন যিশুর ক্যারিশমায় মুগ্ধ! যিশু অবশ্য বলেছেন, বিদ্যা বালনের সঙ্গে কাজ করা একটা অভিজ্ঞতা। যিশু জানান, শুধু শুটিংয়ে নয়, সেটের বাইরে বিদ্যার সঙ্গে থাকা একটা অভিজ্ঞতা! ‘‘বিদ্যা যত ক্ষণ শটের বাইরেও থাকে সারা ক্ষণ মজা করে। কিছু না কিছু বলতেই থাকে’’, বলেছেন যিশু।

চিত্রনির্মাতা অনু মেননের বায়োপিক ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবীকে নিয়ে ছবির কাজ চলছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন। যিশু তাঁর স্বামী। অভিনেত্রী কিংবদন্তি গণিত যাদুকরের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ‘হিউম্যান কম্পিউটার’ নামে পরিচিত।

Advertisement

আরও পড়ুন:আগামী বছর জয়া আহসানের বিয়ে! কী বলছেন তিনি?
আরও পড়ুন:রতন টাটার কাছ থেকে সরাসরি ফোন, সঙ্গে চাকরির প্রস্তাব!

যিশু-বিদ্যার নতুন রসায়ন কেমন করে দর্শকপ্রিয় হবে এখন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement