‘ঝুমুর’ ধারাবাহিকে যিশু
বছর পাঁচেক আগে টেলিভিশন ফিকশন ‘অপরাজিত’-তে শেষ দেখা গিয়েছিল তাঁকে। তবে আবারও ছোট পরদায় ধারাবাহিকে ফিরছেন যিশু সেনগুপ্ত। ‘ঝুমুর’ ধারাবাহিকে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করছেন তিনি।
এ প্রসঙ্গে যিশু বলেন, ‘‘আমাকে নীলাঞ্জনা (সেনগুপ্ত) অনুরোধ করেছিল কয়েকটি এপিসোড শ্যুট করবে বলে। তা ছাড়া এই ধারাবাহিকের গল্পটাও খুব আকর্ষক। তাই কাজটা করলাম। শ্যুটিংয়ের সময়ে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। সারা দিন সিনেমার শ্যুট সেরে রাতে ‘ঝুমুর’-এর জন্য কাজ করতাম। আরও একটা কথা বলি, টেলিভিশন ফিকশনে কাজ করলে অবশ্যই আমার নিজের প্রোডাকশন হাউজেই করতে চাই।’’
প্রসঙ্গত, ‘ঝুমুর’-এর প্রযোজনা করছে যিশু-নীলাঞ্জনার সংস্থাই। নীলাঞ্জনা জানালেন, ‘‘ঝুমুর বড় হওয়ার পরে গল্প কিছুটা বাঁক নিয়েছে। আমি চেয়েছিলাম সেখানেই যিশুকে সংযোগ করতে। কারণ, ছোট পরদাতেও যিশু বেশ জনপ্রিয়।’’ সম্প্রতি তিনটি ছবির কাজ শেষ করলেন যিশু। হাতে কয়েকটি সিনেমার অফার থাকলেও এখনও কিছু চূড়ান্ত করেননি। ‘‘আপাতত ‘ভাওয়াল সন্ন্যাসী’র প্রস্তুতির জন্য কয়েক দিন সময় নেব। এই ছবিটা শেষ হলে কিছু দিনের ব্রেক নিতে চাই। টানা সাত মাস কাজ করছি,’’ বললেন যিশু।