এত বছর পর আবার একই ফ্রেমে দেখা গেল ঝিলিক আর ফুলকিকে। ছবি: সংগৃহীত।
প্রায় এক যুগ আগের কথা। ১২ বছর আগে তাঁদের একসঙ্গে ক্যামেরার সামনে দেখেছিলেন দর্শক। যদিও সেই সময় অনস্ক্রিন একে অপরকে সহ্য করতে পারতেন না। এক জন ‘ঝিলিক’ আর অন্য জন ‘ফুলকি’। ‘মা’ সিরিয়ালের এই দুই জনপ্রিয় চরিত্র। ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। আর ফুলকি চরিত্রে দর্শক দেখেছিলেন ভাবনা বন্দ্যোপাধ্যায়কে। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। ভাবনা চুটিয়ে সিরিয়ালে অভিনয় করছেন। কিন্তু তিথিকে বহু দিন হল আর ছোট পর্দায় দেখা যায়নি। এত বছর পর আবার একই ফ্রেমে দেখা গেল ঝিলিক আর ফুলকিকে।
আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন তাঁরা। ফুলকিকে জড়িয়ে চেপে ধরে তিথি। যে ছবি পোস্ট করে তিথি লেখেন, “কেউ কি ভেবেছিল, ১২ বছর পর এ ভাবে ঝিলিক আর ফুলকিকে দেখা যাবে।” কয়েক দিন আগে পর্দার ভাইয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তিথিকে। ওই সিরিয়ালে তিথির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ দাস। পরে বড় পর্দায় তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আবারও সেই ভাইবোনেদের একসঙ্গে দেখা মিলল। পুরনো বন্ধুদের খুঁজে পেয়ে ভীষণই খুশি তাঁরা। অনেকটা রিইউনিয়নের মতো।
তিন বছর পর আচমকাই বিল্টু ওরফে আয়ুষের সঙ্গে গল্ফগ্রিনের রাস্তায় দেখা হয় তিথির। এ প্রসঙ্গে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, “আচমকাই ভাইয়ের সঙ্গে দেখা। তিন বছর পর যেন পুরনো ভাইকে খুঁজে পাওয়া। গল্ফগ্রিনে চা খেতে গিয়েছিলাম। সেখানেই দেখা হল। প্রচুর আড্ডা হয়েছে। শুটিংয়ের সময়ের বিভিন্ন ঘটনার কথা মনে পড়ছিল।” ঝিলিক, বিল্টু আর ফুলকিকে এক ফ্রেমে দেখে সকলের মনে একটাই প্রশ্ন। তবে কি পর্দায় তাঁদের তিন জনকে আবারও দেখা যাবে? তা তো সময়ই বলবে।