সেই মুহূর্ত।
হেডলাইনটা ঠিকই পড়ছেন। এর মধ্যে কোনও ভুল নেই। ব্যাঙ্ককে এক বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিলেন জিত্। তবে একান্তই তা ছবির খাতিরে।
সম্প্রতি ‘বাঘ বন্দি খেলা’র শুটিং চলছিল ব্যাঙ্ককে। এ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তিন পরিচালক। হরনাথ চক্রবর্তী, সুজিত মণ্ডল এবং রাজা চন্দ। জিতের শুটিংয়ে উপস্থিত ছিলেন রাজা। সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে বহুতল থেকে ঝাঁপ দেন জিত্।
সাধারণত এ সব ক্ষেত্রে ডামির সাহায্য নেন অভিনেতারা। যে কোনও ঝুঁকির স্টান্ট অভিনেতার কস্টিউম পরে আসলে করে দেন অন্য কোনও ব্যক্তি। ক্যামেরা এবং সম্পাদনার কারসাজিতে পর্দায় তা-ই মনে হয় যেন অভিনেতাই করছেন। তবে এ ক্ষেত্রে অন্য কাউকে ব্যবহার করা হয়নি। জিত্ নিজেই ওই ঝুঁকির স্টান্ট করেছেন।
আরও পড়ুন, বিসর্জনে রাজ-শুভশ্রীর নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো
জিতের কথায়, ‘‘আমি ভাবছিলাম এক্সপ্রেশন আরও কী করে পারফেক্ট করা যায়। শুটিংয়ের মাঝেই আমাদের লাঞ্চ ব্রেক হল। তার পর আরও একটা টেক দিয়েছিলাম। তিন বারের টেকে ফাইনাল হয়ে যায়।’’
এ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এন কে সলিল। সঙ্গীত পরিচালনার ভার জিত্ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)