জয়া-শিবপ্রসাদ-নন্দিতা। নিজস্ব চিত্র।
আকণ্ঠ পোলাও আর ইলিশ ভাজা খাচ্ছেন তাঁরা। নন্দিতা রায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জয়া আহসান।
অন্যদিকে, কণ্ঠস্বর জোরালো হচ্ছে ঢাকায়।এই কণ্ঠস্বর শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘কণ্ঠ’-র জন্য।
সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেল ‘কণ্ঠ’আর বাংলাদেশ থেকে ভারতে গেল আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। দু’টি ছবিরই কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী জয়া আহসান। নিজের ছবি ভারতে যাওয়া এবং বাংলাদেশে আসা নিয়ে আনন্দিত জয়া। সারাদিন ছবির প্রমোশন সেরে রাতে জয়া বললেন, ‘‘আমার অভিনীত ছবি ‘কণ্ঠ’-কে ভালবেসে যাঁরা ঢাকায় উপস্থিত হয়েছেন, তাঁদের ধন্যবাদ। ছবিটি আমার কাছে স্পেশাল। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, জীবনকে কাছ থেকে দেখেছি। আমাকে ‘কণ্ঠ’ পরিবারের সদস্য করে নেওয়ায় এই ছবির পরিচালক-সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এ ছবিতে আমার চরিত্র অনবদ্য। সব ছবি মনে আঁচড় কাটতে পারে না, কিন্তু ‘কণ্ঠ’ আঁচড় কাটার মতো একটি ছবি। আপনারা সবাই ছবিটি দেখবেন, ভাল লাগলে গণমাধ্যমে লিখবেন, সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে কথা বলবেন। এ ছবির আর এক অভিনেত্রী পাওলিকে মিস করছি।’’
আরও পড়ুন-ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ‘বিশেষ বন্ধু’ মিথিলার সঙ্গে সৃজিত, সঙ্গে শাহরুখ
আরও পড়ুন-ফের একবার ‘চোলি কে পিছে’ নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মাধুরী, দেখুন সেই নাচ
শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন, তাঁর বাবা প্রয়াত অধ্যাপক সুব্রত কুমার মুখোপাধ্যায় ছিলেন বরিশালের উজিরপুরের অধিবাসী।বাংলাদেশের মাটি তাঁকে বার বার টেনে আনে। বাংলা ছবির ক্ষেত্রকে বাংলার আকাশে খুলে দিতে এই প্রয়াস। শুক্রবার থেকে ছবিটা ঢাকার অনেক হলে হাউজফুল।উনিশটি হলে ছবিটি রিলিজ হয়েছে। শিবপ্রসাদ জানালেন,পরের বছর ‘বেলাশেষে’-র পাঁচ বছর। সেই উপলক্ষে ঢাকাতেও নানা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে তাঁদের।
শুধু কণ্ঠ নয়, ‘বেলাশুরু’-র অডিয়ো ট্রেলর লঞ্চ করে বাংলাদেশের মন ভরিয়ে দিলেন শিবপ্রসাদ-নন্দিতা।
মা-কেও নিয়ে এসেছেন শিবপ্রসাদ।