Jamaishasthi

Jamaishashthi: প্রথম জামাইষষ্ঠীতে ওম-মিমির পাতে মাছ, মিষ্টি অ্যান্ড মোর....

জলের ছিটে, পাখার বাতাস, ফলের বাটা... কিচ্ছু বাদ পড়েনি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ২১:১০
Share:
Advertisement

গোলাপি পাঞ্জাবি, সাদা চোস্ত আর লালচে ঢাকাই জামদানি। ওম সাহানি-মিমি দত্তের এটাই জামাইষষ্ঠীর সাজ। মঙ্গলবার থেকেই ওম খোশমেজাজে। শাশুড়ি মা জানিয়েছেন, নিজের হাতে জামাইকে পাঁঠার মাংস, পাবদা, ইলিশ রেঁধে খাওয়াবেন। ওমের দাবি, "বাঙালিনী বিয়ে করেছি কব্জি ডুবিয়ে খাব বলে।" সকাল সকাল শ্বশুরবাড়ি পৌঁছতেই পাখার বাতাস, জলের ছিটে দিয়ে মেয়ে-জামাইকে সাদরে আপ্যায়ন শাশুড়ি মায়ের। হলুদ-দইয়ে ছোপানো সুতো, ফলের বাটা-- কিচ্ছু বাদ থাকেনি। আদর-আশীর্বাদের পালা সাঙ্গ হতেই সামনে থরে থরে সাজানো জিভে জল আনা খাবার। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস মিষ্টি-- সব সাজানো ছিল কাঁসার থালায়। মিমির মা নিজের হাতে মেয়ে-জামাইকে পায়েস খাইয়ে মিষ্টিমুখ করান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement