Jagadamba

‘রানি রাসমণি’ ধারাবাহিকের জগদম্বা এই প্রথম মন খুলে তাঁর প্রেমের কথা জানালেন

তার মানে এ দিকে মথুর সাত পাকে বাঁধা পড়ছেন। ও দিকে জগদম্বাও বিয়ের স্বপ্ন দেখছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০০:২৬
Share:

রশনি ভট্টাচার্য।

ধারাবাহিকের বরের তো বিয়ে হতে চলেছে। আর তার বৌ? তিনিও এ বার বিয়ের কথা ভাববেন নাকি? সেরকমই ইঙ্গিত পাওয়া গেল ‘রানি রাসমণি’ সিরিয়ালের জগদম্বার ইনস্টাগ্রাম স্টোরি থেকে। গৌরব ও দেবলীনার বিয়ে নিয়ে মাতামাতি চলছে চারদিকে। সিরিয়ালে গৌরবের স্ত্রী রশনি ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হল, তিনিও বেশ প্রেমের আমেজেই রয়েছেন।

Advertisement

প্রশ্নোত্তরের খেলায় মেতেছিলেন জগদম্বা রশনি ভট্টাচার্য। সেখানেই উড়ে এল প্রশ্ন। ‘বিয়ে কবে করবেন?’ উত্তরটি এড়িয়ে যাননি তিনি। জানালেন, ‘বিয়ের প্রস্তাবের জন্য অপেক্ষা করছি।’

বিশেষ কারওর কাছ থেকে আসা প্রস্তাবের অপেক্ষা করছেন নাকি বিশেষ কারওর অপেক্ষায় রয়েছেন? রশনি আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ‘না না৷ বিশেষ মানুষ রয়েছে আমার জীবনে। তার কাছ থেকেই প্রস্তাবের অপেক্ষা।’

Advertisement

তিনি কে? আপনার প্রেমের গল্পটি জানতে পারি?

আরও পড়ুন: বস্তায় মাথা ঢাকলেন কেন এই টলিউড অভিনেত্রী?

‘নিশ্চয়ই। নাম তূর্জ সেন। ইন্ডাস্ট্রির মানুষ নয়। পারিবারিক ব্যবসা রয়েছে ওদের। আমরা দেড় বছর ধরে একে অপরকে চিনতাম। একই বন্ধুর গ্রুপ। তখন আমি আরেকটি প্রেম করছি। কিন্তু আমার ব্রেকআপ হয়ে যায়। সেই কঠিন মুহূর্তের সময়ে তূর্জর সঙ্গে আমার বন্ধুত্বটা আরও গভীর হয়। তার পর ধীরে ধীরে প্রেম। সম্পর্কের বয়স হয়ে গেল এক বছর। যে কোনও মুহূর্তে প্রস্তাব আসতে পারে।’

তার মানে এ দিকে মথুর সাত পাকে বাঁধা পড়ছেন। ও দিকে জগদম্বাও বিয়ের স্বপ্ন দেখছেন।

আরও পড়ুন: ‘এ কে বনাম এ কে’, অনিল-কন্যা সোনমকে অপহরণের হুমকি অনুরাগের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement