Jacqueline Fernandez

Jacqueline Fernandez: জ্যাকলিনের গালে ওটা কী, ভালবাসার কামড়? কটাক্ষের শিকার অভিনেত্রী

জ্যাকলিনের গালে ওটা কিসের দাগ? তা নিয়েই শুরু জল্পনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৭:২৬
Share:

জ্যাকলিনের গালে ওটা কিসের দাগ?

জন্মসূত্রে তিনি শ্রীলঙ্কার নাগরিক। তবু টিনসেল নগরীরও অন্যতম জনপ্রিয় নাম জ্যাকলিন ফার্নান্দেজ। অভিনয় দক্ষতার পাশাপাশি সাজ-পোশাকের ধারণার দিক দিয়েও তাঁর বিশেষ খ্যাতি। প্রত্যেকবার জ্যাকলিন জনসমক্ষে আসলেই তাঁর পোশাক নিয়ে চর্চা হয়। বৃহস্পতিবারও হল।

এ দিন মুম্বইয়ের পথে দেখা গেল তাঁকে। দুধ-সাদা সাবেকি ধাঁচের সালোয়ার কামিজ পরেছিলেন 'বচ্চন পাণ্ডে'-র অভিনেত্রী। বুকের ওপর মানানসই ওড়না। সেই সঙ্গে চোখে চশমা আর হাতে বাহারি জলের বোতল। মুক্তোর মতো হেসে ক্যামেরায় হাত নেড়ে চলে গেলেন জ্যাকলিন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুগ্ধ ভক্তকুল। তবে কারও কারও চোখ গেল অন্য জায়গায়।

Advertisement

অভিনেত্রীর বাম গালে ওটা কী? ভালবাসার কামড়ের দাগ নয়তো? কিন্তু কার? সে নিয়েই শুরু জল্পনা।

গত মাসেই জ্যাকলিনের প্রায় সাড়ে ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির অনুমান, সুকেশের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেত্রী। পুরনো মামলায় নাম জড়ানোয় আদালতে তাঁকে প্রায়ই হাজিরা দিতে যেতে হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement