Jacqueline Fernandez

আমেরিকায় যেতে চান জ্যাকলিন, মিলল অনুমতি, তবু বেশ কিছু শর্ত চাপাল আদালত

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে আমেরিকার সান ফ্রান্সিসকোয় যাওয়ার অনুমতি দিল দিল্লির পটীয়ালা হাউস কোর্ট। তবে চাপানো হল কোন কোন শর্ত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ১৫:২৭
Share:

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। ছবি: সংগৃহীত।

২০০ কোটি টাকা তছরুপের মামলায় গ্রেফতার হয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আপাতত জেলেই রয়েছেন সুকেশ। আর্থিক তছরুপের ওই মামলায় সুকেশের সঙ্গেই জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ও। এই ঘটনার দু'বছর কেটে গেলেও বার বার আদালতে চক্কর কাটতে হচ্ছে জ্যাকলিনকে। বিদেশযাত্রার জন্য বার বার আদালতে আর্জিও জানাতে হয়েছে তাঁকে। দিন কয়েক আগে আমেরিকার সান ফ্রান্সিসকোয় যাওয়ার জন্য দিল্লি কোর্টে আবেদন জানান তিনি। অবশেষে অনুমতি দিল দিল্লির পটীয়ালা হাউস কোর্ট। জ্যাকলিন তাঁর কোম্পানি শো ব্লাস্ট এলসিসি-র প্রচারে সে দেশে যাবেন। তবে অনুমতি মিললেও অভিনেত্রীর উপর চাপানো হয়েছে বেশ কিছু শর্ত।

Advertisement

আপাতত নিজের পেশাগত জীবনে উন্নতির দিকেই নজর দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বান্দ্রায় ১২ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে সেই বিলাসবহুল ফ্ল্যাটের ঝলক। বাড়তি গুরুত্ব দিয়েছেন নিজের কোম্পানির দিকে। তারই প্রচারের কাজে যাচ্ছেন আমেরিকায়। গত ৫ তারিখ দিল্লি কোর্টের বিচারক শৈলন্দ্র মালিক ৭ অগস্ট অভিনেত্রীকে আমেরিকায় যাওয়ার অনুমতি দিয়েছেন। যদিও সে দেশে যাওয়ার ক্ষেত্রে চাপানো হয়েছে একাধিক শর্ত। বিচারক রায় দিয়ে জানান, ১ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের রসিদ জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টকে তাঁকে তাঁর আমেরিকা ভ্রমণের ধারাবিবরণ দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই আদালতকে জানাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement