মুম্বইয়ের প্রাচীন রামমন্দির চত্বর পরিষ্কারের কাজ করছেন জ্যাকি শ্রফ। ছবি: সংগৃহীত।
আগামী সোমবার দর্শনার্থীদের জন্য খুলে যাবে রামমন্দিরের দরজা, গর্ভগৃহের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। ২২ জানুয়ারির অপেক্ষায় রয়েছে গোটা অযোধ্যা। দেশে তাবড় তারকা থেকে শিল্পপতি, রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই আমন্ত্রিত আযোধ্যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিশাল আড়ম্বরের আয়োজন। এর মাঝেই নজর কাড়লেন জ্যাকি শ্রফ। মুম্বইয়ের প্রাচীন রামমন্দির চত্বর পরিষ্কারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা। মন্দির সাফাই অভিযানে জ্যাকির সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের স্ত্রী অম্রুতা ফডণবীশ।
দিন কয়েক আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, রামমন্দির উদ্বোধনের সময়ে দেশের অন্যান্য তীর্থক্ষেত্রেও সাফাই অভিযানে জোর দিতে হবে। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগের এক সপ্তাহে ফি দিন দেশ জুড়ে সাফাই অভিযানে নামার সিদ্ধান্ত নেয় বিজেপি। প্রধানমন্ত্রী নিজের দেশের বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে তারকা সকলকেই ডাক দিয়েছেন এই সাফাই অভিযানে অংশগ্রহণের জন্য। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বালতি হাতে মন্দির পরিষ্কার করতে বেরিয়ে পড়েন অভিনেতা। এমনিতেই পরিবেশপ্রেমী বলে নাম ডাক রয়েছে জ্যাকির। বলিউডের যে কোনও অনুষ্ঠানে চারাগাছ নিয়ে যান উপহার হিসেবে। এ বার মন্দির সাফাইয়ের মাধ্যমে ফের একেবার পরিবেশ সচেতনতার কথাই যেন বললেন জ্যাকি।