Entertainment News

রুক্মিণীর সঙ্গে কম্পিটিশন? কোয়েল বললেন…

অণ্ডালে পৌঁছে সাংবাদিক সম্মেলনের পর আনন্দবাজার ডট কম-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে কোয়েল বললেন, ‘‘ককপিট ছবিটা প্ল্যান করার সময় থেকেই এমন ভাবে মিউজিক লঞ্চের প্ল্যানটা করেছিল দেব। বন্ধুর সঙ্গে বন্ধু যেমন কথা শেয়ার করে, ঠিক তেমন। আমাকে বলেছিল, জানিস তো, ভাবছি একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্লেনে করে যাব, তার পর প্রোমোশন হবে। আমি বলেছিলাম, আচ্ছা ঠিক আছে। দেখা যাবে। সেটাই ও করে দেখাল।’’

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৯
Share:

বিমানের ভিতর কোয়েল ও রুক্মিণী। ছবি: অনির্বাণ সাহা।

মাঝ আকাশে মিউজিক লঞ্চের জন্য কলকাতা থেকে গত শুক্রবার সাংবাদিকদের নিয়ে অণ্ডাল বিমানবন্দরে উড়ে গিয়েছিল টিম ‘ককপিট’। নিঃসন্দেহে এটা দেবের ইউনিক আইডিয়া। ইন্ডাস্ট্রির কেউ বাহবা দিচ্ছেন, কেউ বা ছবি রিলিজের আগে জল মেপে নিতে চাইছেন। কিন্তু এমন অভিনব ভাবনার ব্যাক স্টোরিটা ঠিক কী? শেয়ার করলেন দেবের দীর্ঘ দিনের বন্ধু তথা সহ-অভিনেত্রী কোয়েল মল্লিক।

Advertisement

আরও পড়ুন, দ্বিতীয় ‘সন্তানের’ জন্মের আগে আকাশে উড়লেন দেব

অণ্ডালে পৌঁছে সাংবাদিক সম্মেলনের পর আনন্দবাজার ডট কম-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে কোয়েল বললেন, ‘‘ককপিট ছবিটা প্ল্যান করার সময় থেকেই এমন ভাবে মিউজিক লঞ্চের প্ল্যানটা করেছিল দেব। বন্ধুর সঙ্গে বন্ধু যেমন কথা শেয়ার করে, ঠিক তেমন। আমাকে বলেছিল, জানিস তো, ভাবছি একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্লেনে করে যাব, তার পর প্রোমোশন হবে। আমি বলেছিলাম, আচ্ছা ঠিক আছে। দেখা যাবে। সেটাই ও করে দেখাল।’’

Advertisement

দেব-কোয়েলের জুটি দীর্ঘ দিনের। কেরিয়ারের অনেকগুলো দিন এক সঙ্গে হেঁটেছেন তাঁরা। অভিনেতা থেকে প্রযোজক দেব বন্ধু কোয়েলের চোখে কতটা বদলেছেন? কোয়েলের জবাব, ‘‘ওর কেরিয়ারের প্রথম থেকেই ওর সঙ্গে কাজ করছি। ডেডিকেশন, ফোকাস, হার্ড ওয়ার্ক, কনসেনট্রেশন, সিনসিয়ারিটি— দেব একই রকম রয়েছে।’’

আরও পড়ুন, ‘ককপিট’-এ আড্ডায় দুই রুক্মিণী!

কিন্তু এ ছবিতে নায়িকা হিসেবে কোয়েল একা নন, রয়েছেন দেবের রিয়েল লাইফ বান্ধবী রুক্মিণীও। ফলে কম্পিটিশন তো থাকবেই। প্রসঙ্গটা যেন স্রেট ব্যাটে উড়িয়ে দিলেন কোয়েল। তাঁর কথায়, ‘‘রুক্মিণী লম্বা রেসের ঘোড়া। সবে জার্নি শুরু করেছে। ও ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই জিজ্ঞেস করতাম কবে আসবি? ‘চ্যাম্প’-এ ডেবিউয়ের কথা শুনেই উইশ করেছিলাম। এই সিনেমাতে খুব কম সিন রয়েছে ওর সঙ্গে। তবে যেটুকু রয়েছে আমার ভাল লেগেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন ইন্টেলিজেন্ট মেয়েদের আরও বেশি করে আসা উচিত।’’

পুজোয় এক সঙ্গে অনেকগুলো ছবি রিলিজ করছে। কিন্তু ‘ককপিট’ কোথায় আলাদা? কোয়েলের দাবি, ‘‘এর আগে প্লেন ক্র্যাশ নিয়ে এমন বড় মাপের সিনেমা বাংলায় হয়নি। হিন্দিতে হয়তো প্লেন নিয়ে সিনেমা হয়েছে। তবে প্লেন ক্র্যাশ নিয়ে হয়নি। কলকাতায় বসে যদি বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে ককপিটে আসতেই হবে।’’

ভিডিও: অনির্বাণ সাহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement