হুমা-সাকিবের বাড়ির আয়না কি সত্যিই অভিশপ্ত?

২০১৩-তে দর্শকদের মনে বেশ ভয় ধরিয়েছিল ‘অক্যুলাস’। মাইক ফ্লানাগান পরিচালিত সেই হরর মুভি আজও মনে রেখেছেন সমালোচকেরা। ‘দোবারা: সি ইওর ইভিল’গড়ে উঠেছে সেই ফিল্মের গল্প নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০৯:২৪
Share:

ছবিতে হুমার সঙ্গে এই প্রথম দেখা যাবে তাঁর রিয়েল লাইফের ভাই সাকিব সালেমকে। ছবি: সংগৃহীত।

হলিউডি ফিল্মের হুবহু নকল নয়। বরং সেই ফিল্মের গল্পের ভিত্তিতেই গড়ে উঠেছে ‘দোবারা: সি ইওর ইভিল’। হুমা কুরেশির নয়া হরর ফিল্ম। আজ, শুক্রবার মুক্তি পাচ্ছে এই ফিল্ম।

Advertisement

২০১৩-তে দর্শকদের মনে বেশ ভয় ধরিয়েছিল ‘অক্যুলাস’। মাইক ফ্লানাগান পরিচালিত সেই হরর মুভি আজও মনে রেখেছেন সমালোচকেরা। ‘দোবারা: সি ইওর ইভিল’গড়ে উঠেছে সেই ফিল্মের গল্প নিয়ে। ছবিতে হুমার সঙ্গে এই প্রথম দেখা যাবে তাঁর রিয়েল লাইফের ভাই সাকিব সালেমকে। রিল লাইফেও হুমার ভাই সে।

নাতাশা আর কবীর— দিদি আর ভাই এই দু’জনেরই ধারণা, এক দশক আগে তাঁদের মা-বাবার খুনের পিছনে আসলে এক অভিশপ্ত আয়নাই দায়ী। কারণ, খুনের ঘটনার বিবরণ দিতে গিয়ে দিদি আর ভাইয়ের বয়ান কিছুতেই মেলে না। সেটা কী করে সম্ভব? সত্যিটা আসলে কী? তা জানা যাবে বা কী করে? দু’জনেই দু’রকম ভাবে সেই ঘটনার কথা তুলে ধরেন। কে সত্যি বলছে? কে-ই বা মিথ্যের আড়ালে ঢেকে রেখেছে গোটা ঘটনা? কী অভিশাপ লুকিয়ে রয়েছে সেই আয়নায়? তাতেই কী ভেসে উঠবে আসল ঘটনা? এমন এক ঝাঁক প্রশ্ন নিয়ে এগিয়েছে ফিল্মের গল্প।

Advertisement


কী রহস্য লুকিয়ে রয়েছে ‘দোবারা... ’-তে?

বলিউডের অন্য ফিল্মের মতো ঢাকঢোল পিটিয়ে নয়, বরং বেশ নিঃশব্দেই এর প্রচার চালিয়েছেন পরিচালক পি রমন। চলতি মাসের গোড়ায় এর ট্রেলার মুক্তি পেয়েছে। তাতে বেশ একটা টানটান ভয় ধরানো ভাব রয়েছে। আর নিজের টুইটার হ্যান্ডেলে সে ট্রেলার শেয়ার করেছেন মাইক ফ্লানাগান স্বয়ং। সেই সঙ্গে আবার উপরি পাওনা মাইকের প্রশংসা। ফলে এ ফিল্ম ঘিরে বলিমহলেও একটা প্রত্যাশা রয়েছে। ফিল্মে হুমা-সাকিবের সঙ্গে দেখা যাবে জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা আদিল হোসেনকে। আর এই ছবির হাত ধরে বহু দিন পর বড় পর্দায় ফিরছেন লিজা রে।

মাল্টিপ্লেক্সে পা রাখার আগে দেখে নেওয়া যাক এই ফিল্মের ট্রেলার। সৌজন্যে টুইটার:

!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement