Rupankar Bagchi

ছোট পর্দায় অভিনয় করতে আসছেন রূপঙ্কর বাগচী?

টেলিপাড়া সূত্রে খবর খুব শিগগিরিই নাকি তাঁকে স্টার জলসার ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৩:০২
Share:

বৈরাগীর সাজে শিল্পী রূপঙ্কর বাগচী। ছবি: ফেসবুক।

মাথায় গেরুয়া পাগড়ি। লম্বা চুল। গেরুয়া উত্তরীয়, সাদা পোশাক। সব মিলিয়ে বৈরাগীর সাজে শিল্পী রূপঙ্কর বাগচী। মঙ্গলবার সেই সাজ তাঁর নেটমাধ্যমের পাতায় ঘুরতেই ভাইরাল। ছবির সঙ্গে মানানসই মন্তব্যও করেছেন তিনি, ‘বারে বারে আসা আর হবে না’। সেই মন্তব্য পড়ে কৌতূহল বাড়িয়েছে নেটাগরিকদের।

Advertisement


কী বলতে চাইছেন জাতীয় পুরস্কার পাওয়া গায়ক? রূপঙ্করকে ফোনে পাওয়া যায়নি। তবে টেলিপাড়া সূত্রে খবর খুব শিগগিরিই নাকি তাঁকে স্টার জলসার ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই চরিত্রের মুখের গানও গাইবেন তিনিই। ছবির ভাব বোঝাতে গিয়ে শিল্পী ভবা পাগলার একটি গানের পংক্তি ব্যবহার করেছেন। যার সঙ্গে বর্তমান পরিস্থিতি কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। সব মিলিয়ে তাই নেটমাধ্যমে এত শোরগোল।

গত কয়েক সপ্তাহ ধরেই ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক দর্শকদের বিচারে খুবই জনপ্রিয় হয়েছে। এমনিতেই সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয় ছুঁয়ে গিয়েছে দর্শকমন। গত ৬ মাস ধরে এই ধারাবাহিকে খলনায়ক চরিত্র ‘অঘোরানন্দ’-র ভূমিকায় দাপিয়ে অভিনয় করছেন মঞ্চের আর এক জনপ্রিয় অভিনেতা গৌতম হালদার। মঞ্চাভিনেতা রূপঙ্কর এই তালিকায় নব্য সংযোজন হলে সুরিন্দর ফিল্মসের এই ধারাবাহিকের আকর্ষণ সত্যিই আরও বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement