Rakhi Sawant-Adil Khan durrani

‘সবটাই ওর চক্রান্ত’, রাখির বিরুদ্ধে পাল্টা অভিযোগ আদিলের আইনজীবীর

আদিলের সঙ্গে যা করছেন, এই একই কাজ করছেন আগের স্বামীর সঙ্গে। রাখিকে প্রশ্নের মুখে ফেললেন অভিনেত্রীর স্বামীর আইনজীবী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৪
Share:

‘‘আগের স্বামীর সঙ্গে যা করেছেন, আদিলের সঙ্গেও একই কাজ করছেন রাখি’’, দাবি আইনজীবীর। ছবি: সংগৃহীত।

সম্প্রতি রাখি সবন্তের স্বামী আদিল দুরানি রীতিমতো প্রচারের আলোয় চলে এসেছেন। আদিলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন রাখি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া আর গার্হস্থ্য হিংসার অভিযোগ আগেই ছিল। তার সঙ্গে যোগ হয়েছে রাখির গয়না চুরির অভিযোগ। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন আদিল। এ বার আদিলের হয়ে মুখ খুললেন তাঁর আইনজীবী। বললেন ‘‘রাখির সব অভিযোগ ভিত্তিহীন, আগের স্বামীর কাছ থেকেও এ ভাবেই টাকা নিয়েছিলেন রাখি, আদিলের সঙ্গেও সেই এক কাজ করছেন।’’

Advertisement

রাখির অভিযোগ ছিল, আদিল তাঁকে মারধর করতেন। এ ছাড়াও রাখির নগ্ন ভিডিয়ো ফাঁস করে রোজগার করেছেন আদিল, দাবি বলিউডের ‘ড্রামা কুইন’-এর। বিয়ের আগে থেকেই অন্য বৈবাহিক সম্পর্ক ছিল আদিলের, অভিযোগ করেন ‘বিগ বস’ খ্যাত তারকা। তাঁর করা যাবতীয় অভিযোগই ভিত্তিহীন, জানান আদিলের আইনজীবী। পাশাপাশি তিনি বলেন, ‘‘গোটাটাই রাখির চক্রান্ত। রাখি কি এতটাই দুর্বল যে, যে কেউ এসে তাঁকে মারধর করতে পারবে? তা ছাড়া আদিল ভাল পরিবারের ছেলে। রাখির ভিডিয়ো করে টাকা উপার্জন করার মতো পরিস্থিতি আদিলের হয়নি। এই মন্তব্যের সাপেক্ষে আমি যাবতীয় প্রমাণ ও নথি জমা দিয়েছি আদালতে।’’

সম্প্রতি আরও এক অভিযোগ উঠল আদিলের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি নাকি ইরানের এক মহিলার সঙ্গে সহবাস করেছেন। শুধু তাই নয়, ওই মহিলাকে নাকি আদিল ধর্ষণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। ওই মহিলা জানান, তিনি ও আদিল সম্পর্কে ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় সহবাসও করেছেন আদিল। কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন আদিল। রাখি ছাড়াও ইরানীয় ওই মহিলা আদিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement