Preity Zinta

মা হচ্ছেন প্রীতি জিন্টা?

বলিউডে গুঞ্জন, মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেন গুডএনাফ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০২০ ১২:১৭
Share:

লস অ্যাঞ্জলসে এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’। ফাইল চিত্র।

খুব শিগিগিরিই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতি জিন্টা। বলিউডে গুঞ্জন, মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেন গুডএনাফ। অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়ে বলিউড থেকে দূরে লস অ্যাঞ্জলসে এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’। তবে সুযোগ পেলে বলিউডে ফিরবেন না, এমনটাও নয়।

Advertisement

বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও সম্ভবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’র জারাকে। মুম্বই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তৃপ্ত তিনি। তবে জীবন সম্পূর্ণ হবে মা হওয়ার পরেই। এই নিয়ে তিনি এবং জেন ইতিমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি।

এই খবর প্রকাশ্যে আসার পরেই বলিউড এবং অনুরাগীরা দারুণ খুশি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু প্রীতির। মণি রত্নমের ছবি ‘দিল সে’ তাঁর প্রথম হিন্দি ছবি। তালিকায় রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যয়া’, ‘বীর জারা’র মতো ব্লকবাস্টার ছবি।

Advertisement

আরও পড়ুন: দু’জনেই মেধাবী, রিল লাইফে ফ্লপ হলেও কি তাই রিয়েল লাইফে জমে গিয়েছিল সুশান্ত-কৃতী জুটি?

আরও পড়ুন: এমএমএস কাণ্ডে ভেঙে যায় দ্বিতীয় প্রেম, সিরিয়ালের স্বার্থে বহু দিন নিজেকে ‘লুকিয়ে’ রেখেছিলেন মোনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement