Rii Sen

‘টলিপাড়া বলে, আমার মতো অতি সাহসীর জন্য নাকি কাজ নেই!’, ক্ষোভ উগরে দিলেন ঋতুপর্ণা

ঋতুপণা নিজেও বলেছেন, ‘‘লোকে আমার নাম শুনলেই বলে, ঋতুপর্ণা মানেই নগ্নতা! ওকে দিয়ে কী করাব?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ২০:৪৬
Share:

'অতি সাহসী' বলেই কাজ নেই? নিজস্ব চিত্র।

মাঝে তাঁকে ছোটপর্দায় দেখা গিয়েছিল। ইদানীং, তিনি যেন ‘ডুমুরের ফুল’। ঋতুপর্ণা সেন ওরফে ‘ঋ’ বাংলা বিনোদন দুনিয়া থেকে উবে গেলেন?

Advertisement

টলিপাড়া অবশ্য অন্য কথা বলে। তিনি নাকি বলিউডে ঘাঁটি গেড়েছেন। সেখানে চুটিয়ে কাজ করছেন। প্রায়ই তাঁর সামাজিক পাতায় খোলামেলা পোশাকে তাঁকে দেখা যায়। ঋতুপর্ণা বাংলাকে ভুলেই গেলেন? এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ফোনে তাঁর প্রত্যেক কথায় আফসোস। তিনি সাফ বলেছেন, ‘‘দেখবেন কোথা থেকে? আমায় তো কেউ ডাকে না। মাঝে কিছু ছোট পর্দার কাজ পেয়েছিলাম, করেছি। এখন সেটাও আর পাচ্ছি না। সিরিজে কাজের জন্যও ঢাকে না।’’ এও দাবি, তাঁর সামাজিক পাতা বলে যেটি দাবি করা হচ্ছে সেটি আদতে নকল। এটি তিনি বানাননি। কে বানিয়েছেন তাও জানেন না। কিন্তু অনেকেই এই প্রোফাইল দেখে ধোঁকা খাচ্ছেন।

কেন কাজ পাচ্ছেন না ঋ? শুনেই পাল্টা প্রশ্ন তাঁরও, ‘‘এই প্রশ্ন আমায় না করে প্রযোজক-পরিচালকদের করুন না? ওঁরা আমার থেকে অনেক ভাল বলতে পারবেন।’’ নিজের স্বপক্ষে আরও জানিয়েছেন, টলিউড অনেক বদলে গিয়েছে। তিনি একা নন, তাঁর দলে আরও অনেকে রয়েছেন। যাঁদের প্রতিভা থাকা সত্ত্বেও ঠিক মতো কাজ পান না। ‘ঋ’ আজও পরিচিত এবং চর্চিত কিউ পরিচালিত ‘গাণ্ডু’ ছবির জন্য। সেখানে তিনি সামনাসামনি নগ্ন দৃশ্যে অংশ নিয়েছিলেন। ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু কলকাতায় কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। প্রসঙ্গ তুলতেই অভিনেত্রীর বক্তব্য, ‘‘ভাল হয়েছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ওই ছবি প্রকাশ্যে দেখার মতো নয়। আড়ালে ইউটিউবে দেখুক সবাই। সেটাই ঠিক।’’ এই কারণেই কি তিনি কাজ পান না? সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। স্বীকার করেছেন, ‘‘লোকে আমার নাম শুনলে বলে, ঋতুপর্ণা মানেই নগ্নতা! ওকে দিয়ে কী করাব?’’ তাঁর ক্ষোভ, যাঁরা সভ্যতার মুখোশ এঁটে চলে তিনি তাঁদের মতো থাকতে পারেন না। সেই জন্য কাজও পান না। তার জন্য যদিও নিজেকে পাল্টাতে রাজি নন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement