আলোয় ফিরতে চাইছেন যিশু সেনগুপ্ত? ছবি: তথাগত ঘোষ।
কেমন আছেন যিশু সেনগুপ্ত? জানার উপায় নেই। অভিনেতা নীরব অনেক দিন। বছর শেষ হওয়ার আগে আচমকাই ইতিবাচক বার্তা তাঁর। চিত্রগ্রাহক তথাগত ঘোষের সাদা-কালো ছবিতে। অনেক দিন পরে চেনা মেজাজে ধরা দিলেন চিত্রগ্রাহকের ক্যামেরায়। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'খাদান'। তার আগে তাঁর বার্তা, তিনি আছেন। ফুরিয়ে যাননি। নিজের মতো করে আছেন।
রুপোলি পর্দার তারকারা চাইলেই মাটির কাছাকাছি আসতে পারেন না। ছবিতে যিশু সটান মাটিতে শুয়ে! বালির উপরে। পিছনে সমুদ্র। জলের উপরে লাল আভা ছড়িয়ে সূর্য উঠছে। পরনে শার্ট, প্যান্ট। তারকার জৌলুসের ছিটেফোঁটাও নেই! আর পাঁচ জনের মতো যিশুও কি নতুন ভোরের অপেক্ষায়? সত্যিই কি তিনি প্রেমের টানে ঘর ছেড়েছেন? তাঁর থেকে উত্তর মেলেনি। তাঁর অতি ঘনিষ্ঠদের দাবি, যা রটেছে তা ঘটেনি। মহিলা আপ্ত সহায়কের সঙ্গে প্রেম নেই তাঁর। তাঁর সন্তানের বাবাও হচ্ছেন না। আপ্ত সহায়কের প্রেমিক আছেন। অভিনেতা তাঁকে চেনেন।
সব কেচ্ছা সত্যিই যদি অকারণ হয় তা হলে যিশু কেন এত নীরব? টলিউড বলছে, দুই সন্তান সারা আর জারার জন্যই তাঁর নীরবতা। দাম্পত্য ভাঙার শোক, তির্যক মন্তব্য যাতে তাদের গায়ে না লাগে। এর জন্যই সমস্ত সম্পত্তি, বাড়ির দাবি ছেড়ে দিয়েছেন। লিখে দিয়েছেন মেয়েদের নামে। ফিরে গিয়েছেন পুরোনো বাড়িতে। দিদির সঙ্গে আবার আগের মতো জীবন কাটছে তাঁর। তিনি নাকি কোনও আইনি পথে হেঁটে বিচ্ছেদ আনবেন না।
যিশু জীবনের ধ্যান-জ্ঞান এখন কাজ। চুটিয়ে 'খাদান'-এর প্রচার সারছেন। সদ্য ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। একই সঙ্গে ব্যস্ত শুটিংয়ে। মুম্বইয়ে শাকিব খানের সঙ্গে শুটিং চলছে তাঁর। যিশু জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন। লড়াই তাঁর বিশ্বস্ত সঙ্গী। টলিউড বলছে, তাকে আঁকড়েই আরও একবার ময়দানে নামছেন ছোট পর্দার 'মহাপ্রভু'। নিজেকে অনেক সামলে নিয়েছেন। খুব ঘনিষ্ঠরা যিশুর মুখে আবার প্রাণখোলা হাসি দেখতে চান। তাই অতীত মাথাচাড়া দিলেই তাঁরা সযত্নে অভিনেতাকে সরিয়ে আনেন সেখান থেকে।
এ সব কিছু মেনে নিলেও প্রশ্ন থেকে যাচ্ছে। যিশু পরিবার থেকে দূরে, আইন অনুযায়ী ভরণপোষণের দায়িত্ব হিসাবে স্ত্রী এবং মেয়েদের বাড়ির অধিকার তাঁকে দিতেই হবে। তিনি তাই করেছেন। অন্য দিকে শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মামলাও চলছে। তাঁর আগামী ছবি 'খাদান' এর কথা মাথায় রেখেই হয়তো তাঁর নতুন করে ফেরা।