Irrfan Khan

প্রয়াত ইরফান খানের মা, লকডাউনের জেরে শেষ দেখা হল না মা-ছেলের  

যদিও মায়ের শেষকৃত্যে পাশে থাকা হল না ইরফানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৩:৫৭
Share:

ফিরে দেখা: মায়ের সঙ্গে ইরফান খান (ডান দিকে)।

করোনা আতঙ্কের মধ্যেই দুঃসংবাদ অভিনেতা ইরফান খানের বাড়িতে। শনিবার রাজস্থানের জয়পুরে প্রয়াত হলেন তাঁর মা সইদা বেগম। সইদার বয়স হয়েছিল ৯৫ বছর। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। অবশেষে জয়পুরের বাড়িতে মৃত্যু হয় তাঁর।

Advertisement

যদিও মায়ের শেষকৃত্যে পাশে থাকা হল না ইরফানের। সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি ক্যানসারের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন ইরফান। কিন্তু হঠাৎ করেই লকডাউন শুরু হওয়ায় এই মুহূর্তে বিদেশেই আটকে তিনি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বিদেশে নয় আপাতত মুম্বইতে রয়েছেন ইরফান।

Advertisement

তিনি মুম্বইয়ে থাকুন বা বিদেশে লকডাউনের জেরে মা’কে শেষ বিদায় ভিডিয়ো কনফারেন্সেই জানিয়েছেন ইরফান। শনিবার রাত্রে রাজস্থানের চুঙ্গি নাকা কবরস্থানে পরিবারের হাতে গোনা সদস্যের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় সইদা বেগমের।

আরও পড়ুন- টিকটকে স্বল্প পোশাকে নাচের ভিডিয়ো পোস্ট করে বিতর্কে নুসরত

রাজস্থানের টঙ্ক জেলার নবাব পরিবারে জন্ম হয় সইদা বেগমের। জয়পুরের বেনিয়াল কান্তকৃষ্ণ কলোনিতেই আমৃত্যু কাটিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement