Aamir Khan

আমির-রিনা ভেঙেছিলেন ১৬ বছরের দাম্পত্য, চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কন্যা ইরা?

মুখ ফুটে না বললেও, ইরার মানসিক স্বাস্থ্যের জন্য নিজেদেরই দায়ী করতেন আমির ও রিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২০:০৬
Share:

বাবা-মায়ের বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন ইরা। ছবি: সংগৃহীত।

মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই কথা বলেন আমির-কন্যা ইরা খান। ইরার যখন অনেকটাই ছোট, তখনই পথ আলাদা হয়ে গিয়েছিল আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের। সেই বিচ্ছেদ নাকি ইরার শিশুমনে প্রভাব ফেলেছিল মারাত্মক। পুরনো এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন আমির-কন্যা।

Advertisement

ইরা নিজেই একটা সময় আমির ও রিনাকে জানিয়েছিলেন, তিনি ভাল নেই। আমির-কন্যা বলেছেন, “বাবা-মাকে বলার পরে ওরা বেশ ঘাবড়ে গিয়েছিল। ওরা আরও ভয় পেয়েছিল কারণ আমি নেদারল্যান্ডসে থাকতাম। ভেবেছিলাম কলেজ ছেড়ে দেব। তখন বাবাই আশ্বস্ত করেছিল এবং বুঝিয়েছিল, মানসিক সমস্যা নিয়ে লজ্জা পাওয়ার কোনও কারণ নেই।”

মুখ ফুটে না বললেও, ইরার মানসিক স্বাস্থ্যের জন্য নিজেদেরই দায়ী করতেন আমির ও রিনা। ইরার কথায়, “২০১৮-য় বাড়ি ফেরার পরে ওষুধ খাওয়া শুরু করি। আমি বুঝতে পারতাম, ওরাও খুব চিন্তায় রয়েছে। তবে ওরা তা প্রকাশ করেনি, আমার অবস্থার জন্য ওরা নিজেদেরই দায়ী করে। যদিও ওরাও জানত, ওদের নিয়ন্ত্রণে কিছুই নেই।”

Advertisement

আমির ও রিনার বিচ্ছেদ নিয়ে তাঁদের কন্যা বলেন, “এক দিনে বিচ্ছেদ হয়নি। আর যে দিন বিচ্ছেদটা হল, আমাদের জীবন বদলে গেল। তার পর থেকে ভাল খারাপ অনেক কিছুই ঘটেছে। এমনও অনেক কিছু ঘটেছে, যা হয়তো আমরা জানতামই না। বিচ্ছেদের পরে পুরনো বাড়িটা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। ৫০ মিটার দূরের একটা বাড়িতে গিয়ে উঠেছিলাম।”

১৯৮৬ সালে বিয়ে করেছিলেন আমির ও রিনা। ২০০২ সালে ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement